বছরের সবচেয়ে বড় ছাড় 6000mAh ব্যাটারি সহ OnePlus 13 ফোনে, 9000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ, দেখে নিন নতুন দাম কত

Updated on 21-Apr-2025
HIGHLIGHTS

সদ্য লঞ্চ হওয়া OnePlus 13 ফোনে বছরের সবচেয়ে বড় ছাড় অফার করা হচ্ছে

Snapdragon 8 Elite চিপসেটে চলা এই ওয়ানপ্লাস ফোনটি 9 হাজার টাকা সস্তায় কেনা যাবে

ওয়ানপ্লাস 13 ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50MP Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে

আপনি অনেক সময় ধরে ওয়ানপ্লাস এর স্মার্টফোন কিনবেন ভাবছেন কিন্তু বাজেট কম? ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এখন আপনার হতে পারে। আসলে সদ্য লঞ্চ হওয়া OnePlus 13 ফোনে বছরের সবচেয়ে বড় ছাড় অফার করা হচ্ছে। Snapdragon 8 Elite চিপসেটে চলা এই ওয়ানপ্লাস ফোনটি 9 হাজার টাকা সস্তায় কেনা যাবে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে ওয়ানপ্লাস 13 ফোনটি।

OnePlus 13 ফোনের ভারতে দাম কত এবং অফার কী

ওয়ানপ্লাস 13 ফোনটি চলতি বছরে ভারতে 69,999 টাকায় লঞ্চ হয়ছিল। তবে এখন ওয়ানপ্লাস 12GB+256GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 64,990 টাকায় লিস্ট করা। এখানে ফোনে সোজা 5,009 টাকা ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: iQOO Z10 5G vs Realme Narzo 80 Pro 5G: 7300mAh ব্যাটারি সহ আইকিউ জেড10 ফোন কী 6000mAh ব্যাটারি সহ রিয়েলমি নারজো 80 প্রো ফোনকে দিতে পারবে টেক্কা, জানুন

এছাড়া গ্রাহকরা HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড পেমেন্ট ওয়ানপ্লাস 13 ফোনে 4000 টাকা ছাড় পেতে পারেন। এই ছাড়ের পর ফোনটি আরও 4000 টাকা কমের পর 60,990 টাকায় কেনা যাবে।

উপরে দেওয়া সমস্ত অফারের পর লঞ্চ প্রাইস হিসেবে ওয়ানপ্লাস 13 ফোনটি মোট 9000 টাকা ছাড়ে আপনার হতে পারে।

এখানে শেষ নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

ওয়ানপ্লাস 13 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

লেটেস্ট ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চির কোডায় HD+ LTPO 4.1 ProXDR ডিসপ্লে রয়েছে। এটি 1440×3168 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13 ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে। এটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50MP Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া যা 100W ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: 7000 টাকার কম দামে সেরা স্মার্টফোন, একধাপে সস্তা হয় গেল 5000mAh ব্যাটারি সহ Realme ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :