oneplus 13
OnePlus 13 Series এর গ্লোবাল লঞ্চ নতুন বছরের শুরুতে হতে চলেছে। নতুন বছরে 2025 সালের 7 জানুয়ারি ওয়ানপ্লাস 13 ভারতে আনা হবে। তবে লঞ্চের আগেই ওয়ানপ্লাস 13 ফোনের ভারতীয় দাম এবং স্টোরেজ ফাঁস হয়ে গেছে। শুধু তাই নয়, OnePlus 13R সম্পর্কেও তথ্য প্রকাশ হয়েছে। টিপস্টার যোগেশ বরাড় একটি লিক পোস্টে X (টুইটার) এ জানিয়েছে।
টিপস্টার এর লিক অনুযায়ী, ওয়ানপ্লাস 13 ফোনটি ভারতে 67,000 টাকা এবং 70,000 টাকার শুরুর দামে আনা হবে। খবর অনুযায়ী, ওয়ানপ্লাস 13 এর দুটি ভ্যারিয়্যান্ট 12GB+256GB এবং 16GB+512GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। এছাড়া গ্লোবাল ভ্যারিয়্যান্টে কিছু আরও মডেল আসতে পারে।
আরও পড়ুন: নিশ্চিত! ভারতে এই দিন লঞ্চ হবে Redmi 14C 5G, বাজেট প্রাইসে হবে দুর্দান্ত ফিচার
মনে করিয়ে দি যে Oneplus 12 ফোনটি 64,999 টাকা দামে ভারতে আনা হয়েছিল। ওয়ানপ্লাস 12 ফোনটিও একই ভ্যারিয়্যান্টে লঞ্চ হয়েছিল।
ওয়ানপ্লাস 13আর ফোনের কথা বললে, যোগেশ এর তরফে আপকামিং ফোনের দাম সম্পর্কে কিছু বলা হয়েনি। তবে দাবি করেছে টিপস্টার যে ফোনটি মাত্র একটি ভ্যারিয়্যান্ট 12GB+256GB স্টোরেজে আসতে পারে। কিন্তু ওয়ানপ্লাস 12আর ফোনটি ভারতে আরও ভ্যারিয়্যান্টে আনা হয়েছিল।
OnePlus Ace5 ফোনের রিব্র্যান্ড হিসেবে আসতে পারে ওয়ানপ্লাস 13আর। ফোনের দাম চীনে 12GB+256GB মডেলটি 2299 ইউয়ান (প্রায় 26,900 টাকা) শুরুর দামে আনা হয়েছে।
কালার অপশনের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনটি মিডনাইট ওশান, ব্ল্যাক ইক্লিপস এবং আর্কটিক ডনের মতো তিনটি বিকল্পে এবং ওয়ানপ্লাস 13আর ফোনটি নেবুলা নোয়ার এবং অ্যাস্ট্রাল ট্রেইলের মতো দুটি বিকল্পে আসতে পারে।
খবর অনুযায়ী, ওয়ানপ্লাস 13 ফোনে কোম্পানি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত Snapdragon 8 Elite দেওয়া হবে।
আপকামিং ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপে দুর্দান্ত IP69 ইনগ্রেস রেটিং দেওয়া হবে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস ফোনে থাকবে 6000mAh এর ব্যাটারি।
পাশাপাশি, ওয়ানপ্লাস 13আর ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর, 6000mAh এর ব্যাটারি এবং OxygenOS 15 পাওয়া যাবে।
আরও পড়ুন: 200 টাকার কম দামে Unlimited 5G ডেটা দিচ্ছে Jio, প্রতিদিন 2 জিবি ইন্টারনেট এবং কলিংও