oneplus 13 series launch date out check when will oneplus 13R may launch
ওয়ানপ্লাস এর গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপকামিং ফোন OnePlus 13 ফোনের। কোম্পানির এর নতুন ফোনটি 31 অক্টোবর চীনে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই কোম্পানি এই ফোনের বিশেষ ফিচারগুলি প্রকাশ করে দিয়েছে। সম্প্রতি কোম্পানি Weibo সাইটে একটি পোস্ট করেছে, যেখানে আপকামিং ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার নিশ্চিত করা হয়েছে।
Weibo পোস্টে শেয়ার করা পোস্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 13 স্মার্টফোন 6000mAh ব্যাটারি সহ আসবে। ফোনে আসা ব্যাটারিতে 100W এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
আরও পড়ুন: মাত্র এক মাস আগে লঞ্চ হওয়া Realme 5G ফোনে সোজা 2000 টাকা ছাড়, লাগবে না কোনো ব্যাঙ্ক কার্ড অফার
100W চার্জিং ফিচারের সাহায্যে ফোনটি মাত্র 36 মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জ হয় যাবে। এই ফোনটি 50W এর ওয়্যারলেস চার্জিংও সাপোর্টও করবে। কোম্পানি এতে 100W UFCS প্রোটোকল সাপোর্ট দেবে। যার মানে এই ফোনটি একই স্পিডে থার্ড পার্টি চার্জর দিয়েও চার্জ করা যাবে। ওয়ানপ্লাস 13 সুপারভুক এস চিপ সহ আসবে যা 99.5 শতাংশ ডিসচার্জ এফিশিয়েন্সি দেয়।
কোম্পানির একটি পোস্টারে জানানো হয়েছে যে আপকামিং ফোনের বাম দিকে আর্লট স্লাইডার থাকবে। ফোনে আপনি IR ব্লাস্টর, মাল্টি ফাংশন NFC এবং ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য USB 3.2 Gen USB-C পোর্ট পাবেন। প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি Snapdragon Elit প্রসেসরে কাজ করবে।
আপকামিং ওয়ানপ্লাস ফোনের বিষয় আগেই নিশ্চিত করে দেওয়া হয়েছে যে ফোনটি AI নয়েজ রিডকশন এর জন্য 4 মাইক্রোফোন এবং ডুয়াল স্টিরিও স্পিকার সাপোর্ট করবে। ফোনে 2K OLED ডিসপ্লে সহ 6.82-ইঞ্চির হবে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 ফোনে তিনটি ক্যামেরা দেওয়া হবে। এতে 50MP LYT-808 মেইন সেন্সর সহ 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে। ফোনের মেইন সেন্সর OIS এবং 3x অপটিকাল জুম সহ আসবে।
আরও পড়ুন: Jio দিওয়ালি বাম্পার ধামাকা: মাত্র 699 টাকার কমে কিনুন JioPhone 4G, সঙ্গে আনলিমিটেড কল