OnePlus 13 5G phone gets Price drops by rs 10000 on Amazon deal
যদি আপনি একটি নতুন OnePlus স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে সঠিক সুযোগ। আসলে ওয়ানপ্লাস এর পুরনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। বলে দি যে ভারতে 17 ডিসেম্বর OnePlus 15R লঞ্চ করা হবে। ওয়ানপ্লাস এর এই স্মার্টফোনে ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে আরও কম দাম হয় যাবে এই ফোনের। আমরা যেই ফোনের কথা বলছি সেটি হল OnePlus 13 এর। আসুন ওয়ানপ্লাস 13 ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনের 12GB/256GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 63,999 টাকা দামে লিস্ট করা। তবে এই বছর জানুয়ারি মাসে 69,999 টাকা দামে লঞ্চ করা হয়ছিল।
ব্যাঙ্ক অফারের কথা বললে, HDFC ব্যাঙ্ক এবং Axis Bank কার্ড পেমেন্টে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 59,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: 90 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে Jio, 3 মাস পর্যন্ত মনখুলে করুন কলিং এবং 200GB ডেটা
এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো ফোনে 44,350 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 6.82 ইঞ্চি Quad HD+ LTPO 4.1 ProXDR ডিসপ্লে যার রেজোলিউশন 1440×3168 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13 ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ওয়ানপ্লাস 13 ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া রয়েছে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে স্মার্টফোনটি Android 15 তে চলবে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং GPS মতো ফিচার।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Samsung Galaxy Ultra 5G ফোনে পাওয়া যাচ্ছে 25 হাজার টাকার ছাড়