OnePlus 12R gets discount ahead OnePlus 13R Launch on Amazon
ওয়ানপ্লাস এর পোর্টফলিওতে একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন রয়েছে। 2024 শেষ হওয়ার আগে আবারও OnePlus তার প্রিমিয়াম স্মার্টফোনে দুর্দান্ত অফার দিচ্ছে। আসলে OnePlus 12R স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে কোম্পানি। যার পর ওয়ানপ্লাস 12আর ফোনটি অনেক সস্তায় কেনা যাবে। আসুন ওয়ানপ্লাস 12আর ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ই-কমার্স সাইট Amazon এ ওয়ানপ্লাস 12আর ফোনের 16GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি সস্তায় কেনার সুযোগ রয়েছে। এই স্মার্টফোনের আসল দাম 45,999 টাকা। তবে এটি অ্যামাজন সাইটে 38,999 টাকায় লিস্ট করা। যার মানে ফোনটি 7,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: BSNL এর সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে 70 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং ডেটা
শুধু তাই নয়, গ্রাহকরা ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে 3000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ওয়ানপ্লাস 12আর ফোনটি পুরো 10000 টাকা ছাড়ে কেনা যাবে। ছাড়ের পর এটি 36,999 টাকায় কিনতে পারবেন।
এখানেই শেষ নয়, গ্রাহকরা তার পুরনো স্মার্টফোনে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। যার পরে ওয়ানপ্লাস 12আর ফোনটি আরও সস্তায় কেনা যাবে।
ডিসপ্লে হিসেবে ওয়ানপ্লাস 12আর ফোনটি 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সহ আসে।
প্রসেসরের ক্ষেত্রে ওয়ানপ্লাস ফোনটি Snapdragon 8 Gen 2 প্রসেসরে কাজ করে। এটি 16GB RAM সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 12আর ফোনটি 50+8+2MP ক্যামেরা সহ আনা হয়েছে। সেলফি তোলার জন্য এতে 16MP ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12আর ফোনটি 5500mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।