Price Drop: 50MP ট্রিপল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ নতুন OnePlus 12R 5G ফোনের দাম কমল, জানুন কোথায় পাবেন

Updated on 23-May-2024
HIGHLIGHTS

OnePlus 12R স্মার্টফোন অনলাইন শপিং সাইট Flipkart -এ সস্তায় পাওয়া যাচ্ছে

ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোন বাজেটে দুর্দান্ত পারফরম্যান্স অফার করে

নতুন ওয়ানপ্লাস ফোনের 128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 36,745 টাকায় বিক্রি করা হচ্ছে

OnePlus 12R 5G স্মার্টফোন অনলাইন শপিং সাইট Flipkart -এ সস্তায় পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস এর প্রিমিয়াম স্মার্টফোন এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনটি এখন ফ্লিপকার্ট থেকে বিশাল ডিসকাউন্টে কেনা যাবে।

ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোন বাজেটে দুর্দান্ত পারফরম্যান্স অফার করে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১২আর ফোনে কত ডিসকাউন্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: Samsung স্মার্টফোনে বাম্পার ছাড়, 8000 টাকার কমে কেনার সুযোগ, রয়েছে ডুয়াল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

OnePlus 12R 5G অফার

১২আর স্মার্টফোন বাজেটে দুর্দান্ত পারফরম্যান্স অফার করে

নতুন ওয়ানপ্লাস ফোনের 128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 36,745 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ফোনের আসল দাম 39,999 টাকা। অনলাইন শপিং প্ল্যাটফর্মে এই ফোনটি 3,135 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে।

OnePlus 12R স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে : ওয়ানপ্লাস ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এছাড়া ডিসপ্লের পিক ব্রাইটনেস 4,500 নিট দেওয়া।

এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে

প্রসেসর: পারফরম্যান্সের জন্য এই ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এটি Adreno 740 GPU এর সাথে আসে।

ক্যামেরা: ওয়ানপ্লাসের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে প্রাইমারি সেন্সর 50MP, যার সাথে 8MP আল্ট্রাওয়াইড এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ফোনে 16MP সেলফি ক্যামেরা শুটার রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোন 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে ওয়ানপ্লাস ফোনে Wi-Fi 7, Bluetooth 5.3, NFC, IR Blaster দেওয়া হয়েছে। ফোনে চার্জিং এবং কানেক্টিভিটির জন্য এতে USB Type-C 2.0 পোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Price Drop: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ 5G Smartphone-এ ব্যাপক ছাড়, 10 হাজারে কমে কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :