Oneplus 13 স্মার্টফোন চীনের বাজারে আসার পর এবার ভারতে আসতে প্রস্তুতি নিচ্ছে। তবে কোম্পানি তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনা আগেই OnePlus 12 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে। আসলে Flipkart সাইটে ওয়ানপ্লাস 12 5জি ফোনটি কম দামে বিক্রি হচ্ছে। আপনি যদি ওয়ানপ্লাস 12 ফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। আসুন জেনে নেওয়া যাক কত টাকা কমে কেনা যাবে ওয়ানপ্লাস এর শক্তিশালী ফোনটি।
ওয়ানপ্লাস 12 ফোনটি 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে ফ্লিপকার্ট সাইটে এটি 59,994 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ফোনে 5,005 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া ব্যাঙ্ক কার্ড পেমেন্টে রয়েছে দুর্দান্ত অফার। বলে দি যে এই দামে ওয়ানপ্লাস 12 ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেল কেনা যাবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ আসছে Xiaomi 15 Ultra, লঞ্চের আগেই সমস্ত ফিচার ফাঁস, জানুন কবে আসবে বাজারে
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 12 ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া। এতে 6.1-ইঞ্চি ProXDR ডিসপ্লে রয়েছে যা 120Hz এর রিফ্রেশ রেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে OIS সহ 50MP Sony LYT-808 প্রাইমারি ক্যামেরা এবং 64MP ক্যামেরা দেওয়া। এটি 3X পেরিস্কোপ টেলিফটো সহ আসে। এর সাথে 48MP আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ার করা।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12 5জি ফোনটি 5400mAh ব্যাটারি সহ আসে। এটি 100W SUPERVOOC আল্ট্রা ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।