OnePlus 12 5G gets massive price drop under Rs 45000 before Oneplus 13s June Launch
ওয়ানপ্লাস তার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। কোম্পানি আাগামী 5 জুন 2025 সালে তার নতুন ফ্ল্যাগশিপ OnePlus 13s লঞ্চ করতে চলেছে। তবে নতুন ওয়ানপ্লাস ফোন বাজারে আসার আগে OnePlus 12 5G ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট অফার পাওয়া যাচ্ছে। দুর্দান্ত ডিল অফারে আপনি একটি মিড প্রিমিয়াম সেগামেন্ট দুর্দান্ত স্মার্টফোন বাড়ি নিয়ে যেতে পারেন। ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনটি লঞ্চ দাম থেকে 19,000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। আসুন ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনের ডিসকাউন্ট, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ওয়ানপ্লাস ১২ ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 51,998 টাকায় লিস্ট করা। বলে দি যে ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনটি 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যার মানে অ্যামাজন লিমিটেড টাইম ডিলে এই ফোন 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি এবং Snapdragon 8s Gen 4 চিপসেট সহ শক্তিশালী iQOO Neo 10 ভারতে লঞ্চ, জানুন দাম কত
শুধু তাই নয়, গ্রাহকরা SBI এবং HDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 6000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। যার পরে মোট 19,000 টাকা ছাড়ে কেনা যাবে এই ফোন। সমস্ত ছাড়ের পর ওয়ানপ্লাস ১২ ফোনের দাম কমে 45,999 টাকা হয় যাবে।
এখানে শেষ নয়, ওয়ানপ্লাস ১২ ফোনে স্পেশাল অফার দেওয়া হচ্ছে। ফোনের সাথে কোম্পানি এখন স্পেশাল অফারের আওতায় ওয়ানপ্লাস বডস প্রো ফ্রিতে দিচ্ছে।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস ১২ ফোনে 6.82 ইঞ্চি ডিসপ্লে দেওয়া। এই ফোনে LTPO+ প্যানেলে তৈরি। এতে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ১২ ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 অক্টাকোর চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১২ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এটি 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১২ ফোনে 5400mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 100W ফাস্ট চার্জিং এবং 50W এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন: 7000 টাকার কম দামে Frameless Smart TV, হাতছাড়া না হয় এই অফার!