Realme MobiKwik য়ের সঙ্গে পার্টনার্শিপ করে তাদের স্মার্টফোন ইউজারদের জন্য ডিস্কাউন্ট অফার করছে। আসলে কোম্পানি 2মে থেকে 4 মে পর্যন্ত Realem 2 Pro আর Realme U1 স্মার্টফোন কিনলে 1,000 টাকার ডিস্কাউন্ট দিচ্ছে। আর কোম্পানির প্রথম অ্যানিভার্সারিতে এই ফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে নিয়ে এসেছে। সেলের সময়ে কোম্পানি ওয়েবসাইট, অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট আর অন্যান্য অফলাইন স্টোরেও হবে।
Realme 2 Pro ফোনটি সেলের সময়ে 10,990 টাকায় বিক্রি করা হবে আর সেখানে এই ফোনের মার্কেট প্রাইস 11,990 টাকা। আর সেখানে Relame U1 ফোনের 8,999 টাকায় বিক্রি করা হবে আর এর আসল দাম 9,999টাকা।
সেলে অনেক কিছু পাওয়া যাবে
এই সেলে Realme 3 ফোনের 3GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট সেল আসবে। Rlemae মোবিকুইকের ইউজারদের জন্য 15% ডিস্কাউন্ট দিয়েছে। আর এর সঙ্গে Realme Anniversary Sale য়ের সময়ে লিমিটেড সময়ের জন্য কোম্পানি 1টাকার সুপার ডিল আনবে। আর এর মধ্যে Relame 2 Pro, Realme Buds আর Realme Tech Backpack মাত্র 1টাকায় বিক্রি করা হবে।
রিয়েলমির ওয়েবসাইটে আলাদা ওয়েবপেজ লাইভ হয়েছে, সেখানে Realme 2 Pro Realme U1 1,000 টাকার ডিস্কাউন্টের সঙ্গে দেওয়া হবে।
Price: |
![]() |
Release Date: | 14 Sep 2018 |
Variant: | 32GB , 64GB , 128GB |
Market Status: | Launched |