এই স্মার্টফোনটিকে TENAA আর GeekBench এ আগেই দেখা গেছে
স্মার্টফোন কোম্পানি ZTE এর Nubia ব্র্যান্ডের স্মার্টফোন Nubia Z 17 এর লঞ্চিং এর তোরজোড় শুরু করে দিয়েছে। কোম্পানি এর লঞ্চিং এর জন্য ইনভিটেশন পাঠানোও শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে যে এই ডিভাইসটিকে 1 জুন লঞ্চ করা হবে।
আপনাদের বলেদি যে, এই স্মার্টফোনটিকে TENAA আর GeekBench ওয়েবসাইটে আগেই দেখা গেছে। লিস্টিং অনুসারে এই ডিভাইসে 23 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে।
এই ডিভাইসে ফ্রন্ট ক্যামেরা 16MPর। এই ডিভাইসটিতে 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসের র্যাম 4GB। এই ডিভাইসে 64GB ইনবিল্ট স্টোরেজ আছে।
এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনটিতে 4G LTE, Wi-Fi, GPS/ APS, Bluetooth v4.2, NFC, এফএম রেডিয়ো আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে।