NUBIA REDM MAGIC 3 গেমিং ফোনটি 17 জুন লঞ্চ হবে

Updated on 11-Jun-2019
HIGHLIGHTS

এই ফোনটি 17 জুন লঞ্চ হবে

ফোনে স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার থাকবে

গেমিং স্মার্টফোন Nubia red magic 3 এপ্রিল লঞ্চ হয়েছে। আর এই ডিভাইসটি এবার ভারতে আসতে চলেছে আর এই ফোনটির জন্য ফ্লিপকার্টে আলাদা একটি পেজ করা হয়েছে। আর এই পেজ থেকে জানা গেছে যে Nubia Red Magic 3 ফোনটি ভারতে 17 জুন লঞ্চ করা হবে। আর এই ডিভাইসটি চিনে ব্ল্যাক, রেড, কমোফ্লেজ আর ব্লু আর রেড কালারে এসেছিল।

Nubia Red Magic 3 ফোনটি ভারতে চিনের কাছাকাছি দামেই কঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এই ডিভাইসে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,899 (প্রায় 30,100টাকা) আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,199( আনুমানিক 33,250 টাকা) । আর এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,499 (প্রায় 36,400টাকা) দামে লঞ্চ করা হয়েছে আর এছাড়া 12GB র‍্যাম আর 256GB স্টোরজের দাম RMB 4,299 মানে প্রায় 44,700টাকা।

Nubia Red Magic 3 ফোনটির স্পেসিফিকেশান

এই ফোনে আপনার অ্যান্ড্রয়েড 9 পাই পাচ্ছেন আর এর সঙ্গে এই ফোনে একটি 6.65 ইঞ্চির FHD+ HDR AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আছে। ফোনে 6GB,8GB আর 12GB র‍্যাম অপশান আছে। আর এই ফোনে আপনারা স্টোরেজে যথাক্রমে 64GB,128GB আর 256GB পাবেন।

এই ফোনে 48MP র ক্যামেরা আছে আর ফোনে 16MP র একটি ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :