এবার REDMI NOTE 8 সিরিজ যে কোন সময়ে কিনতে পারবেন

এবার REDMI NOTE 8 সিরিজ যে কোন সময়ে কিনতে পারবেন
HIGHLIGHTS

ফোনটি অ্যামাজন আর মি ডট কম থেকে কিনতে পারবেন

অফলাইনেও ফোনটি কেনা যাবে

শাওমি তাদের Redmi Note 8 সিরিজের ফণ দুটিও এবার অলাইন স্টোরের সঙ্গে অফলাইনেও কেনা যাবে। কোম্পানি একটি টুইটের মাধ্যমে জানিয়েছে যে Redmi Note 8 Pro আর রেডমি নোট 8 স্মার্টফোনে দুটি এবার থেকে অনলাইনে ওপেন সেলে আর অফলাইনেও কেনা যাবে। আর এই দন দুটি গত অক্টোবর মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল।

আপনাদের এও জানিয়ে রাখি যে আপনারা Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোন দুটি অফিস্যালি অনলাইন পার্টনার অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে কিনতে পয়ারবেন। আর এর সঙ্গে আপনারা এটি শাওমির অফিসিয়াল সাইট আর মি ডট কম থেকে কিনতে পারবেন। আর এর সঙ্গে এই ফোন আপনারা অফলাইনেও কিনতে পারবেন। আর এখাএন এই ফোনের বিষয়ে একবার দেখে নেওয়া যাক।

Redmi Note 8 Proর মতন ফোনে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা আর এই ফোনের 6GB র‍্যাম আর 8GB র‍্যামের দাম যথাক্রমে 15,999 টাকা আর 17,999 টাকা। আর এই ফোনের দুটি মডেলের স্টোরেজ 128GB।

আর সেখানে রেডমি নোট 8 ফোনের দাম যদি দেখি তবে এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের আর এর সঙ্গে এর দাম 9,999 টাকা। আর এই ফোনের 128GB মডেলের দাম 6GB র‍্যাম আর 12,999 টাকা। আর এই ফোনটি ব্ল্যাক, মুনলাইট হোয়াইট আর নেপচুন ব্লু রঙে আসতে পারে।

Redmi Note 8 য়ের স্পেসিফিকেশান আর ফিচার

রেডমি নোট 8 ফোনের স্পেক্স যদি আমরা দেখি তবে এই ফোনে আছে 6.3 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন P2i স্প্ল্যাশ প্রুফ। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াড ক্যামেরা আর যা 48MP র মেন ক্যা মেরার সঙ্গে 8Mp র ক্যামেরা আর দুটি 2MP র ক্যামেরা দেবে। আর এই ফোনে আপনারা পাবেন 13MP র ফ্রন্ট ক্যামেরা।

রেডমি নোট 8 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসার পাচ্ছেন। আর এই ফোনে আছে অ্যাড্রিনো 610 GPU আর এই ফোনে আপনারা 4GB আর 6GB 6GB LPDDR4X র‍্যাম আর 64GB আর 128GB র স্টোরেজ পাবেন। আর এই ফোনে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo