Nothing Phone 3a Price drop on Flipkart after Nothing Phone 3 Launch
ভারতে সম্প্রতি Nothing Phone 3 লঞ্চ করা হয়েছে। নাথিং ফোন ৩ ভারতে 79,999 টাকা শুরুর দামে আনা হয়েছে। নাথিং ফোন ৩ তে Snapdragon 8S Gen 4 প্রসেসর, 16GB RAM সহ 50 মেগাপিক্সেল Periscope ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মতো ফিচার পাওয়া যাবে। তবে নতুন নাথিং ফোন ৩ এর লঞ্চের সাথে Nothing Phone 3a এর দাম একধাপে কমে গেছে। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন ৩এ ফোনের নতুন দাম কত ভারতে।
দামের কথা বলেল, নাথিং ফোন ৩এ Flipkart সাইটে সস্তায় বিক্রি করা হচ্ছে। নাথিং ফোন ৩ লঞ্চের পর নাথিং ফোন ৩এ সস্তা করে দেওয়া হয়েছে। নাথিং ফোন ৩এ কোম্পানি 27,999 টাকার শুরুর দামে লঞ্চ করেছিল।
আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Vivo X200 FE এবং Vivo X Fold 5 ফোনের দাম, 14 জুলাই আসবে ভারতে
তবে এখন এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট সাইটে 24,999 টাকা দামে লিস্ট করা। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া গ্রাহকরা HDFC Bank Credit Card, ICICI Bank Credit Card পেমেন্টে 2000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার মানে এই ফোনে মোট 5000 টাকা ছাড় পাওয়া যেতে পারে।
ফিচারের কথা বললে, নাথিং ফোন ৩এ একটি দুর্দান্ত ফিচার সহ আসা স্মার্টফোন। এই ফোনে 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে নাথিং ফোন ৩এ তে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করে। এটি 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে নাথিং ফোন ৩ তে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল পাওয়া যাবে। ফ্রন্টে কোম্পানি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করবে।
পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে 7 জুলাই লঞ্চ হবে Honor X9c 5G, মিলবে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6600mAh ব্যাটারি