Nothing Phone 3a Lite now available for sale in India Price specs features
Nothing Phone 3a Lite স্মার্টফোনের প্রথম সেল শুরু হয় গেছে। কোম্পানিটি মাত্র কয়েকদিন আগে নাথিং ফোন 3এ লাইট মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি লঞ্চ করেছে। নাথিং ফোনের প৩থম সেলে কোম্পানি বেশ কয়েকটি দুর্দান্ত অফার দিচ্ছে। নাথিং এর এই ফোন 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি MediaTek Dimensity 7300 Pro প্রসেসর সহ বাজারে লঞ্চ করা হয়েছে। এখানে আমরা এই ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বলবো।
দামের কথা বললে, নাথিং ফোন 3এ লাইট ফোনের বেস মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 20,999 টাকা। দ্বিতীয় মডেল 256GB স্টোরেজের দাম 22,999 টাকায় কেনা যাবে। প্রথম সেলে, কোম্পানি বিশেষ অফার দিচ্ছে, বেস ভ্যারিয়্যান্টটি 19,999 টাকা এবং দ্বিতীয় ভ্যারিয়্যান্টটি 21,999 টাকায় পাওয়া যাচ্ছে।
নাথিং-এর এই ফোনটি কালো, নীল এবং সাদা রঙের বিকল্পে চালু করা হয়েছে, যা Flipkart, Vijay Sales, Croma এবং অন্যান্য রিটেল স্টোর থেকে কেনা যাবে।
ফিচারের কথা বললে, নাথিং ফোনে 6.77 ইঞ্চি ফুল এইচডি+ ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz, 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে নাথিং ফোন 3এ লাইট স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসরে কাজ করে। এই ফোন 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া।
ক্যামেরার ক্ষেত্রে নাথিং ফোন 3এ লাইট -এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল যা অপটিক্যাল এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ আসে। এছাড়া ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সও রয়েছে। তৃতীয় লেন্স 2 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য নাথিং-এর লেটেস্ট ফোন 3এ লাইট-এ 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি 5W রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।
কানেক্টিভিটির ক্ষেত্রে নাথিং ফোনটি ডুয়াল সিম কানেক্টিভিটি অফার করে। এটি Wi-Fi 6, Bluetooth 5.3, GPS এবং মাল্টি-সিস্টেম নেভিগেশনের জন্য GLONASS, BDS, Galileo এবং QZSS সাপোর্ট করে।
সিকিউরিটি জন্য, এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই নাথিং ফোনটি IP54 রেটিং সহ আসে এবং ডিসপ্লে এবং ব্যাক প্যানেলটি Panda Glass দিয়ে সুরক্ষিত রাখা।
এই নাথিং ফোনটি Android 15-ভিত্তিক নাথিং ওএস 3.5-তে চলে। কোম্পানির দাবি, এই ফোনে তিনটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট থাকবে।
আরও পড়ুন: 6000mAh সিলিকন-কার্বন ব্যাটারি সহ ভারতে Redmi 5G স্মার্টফোন লঞ্চ, দাম 12499 টাকা থেকে শুরু