Nothing Phone 3 ফোনের দাম লিক, প্রিমিয়াম ফিচার সহ দেবে Galaxy S25+ ফোনকে টেক্কা

Updated on 14-May-2025
HIGHLIGHTS

Nothing Phone 3 ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হয় গেছে

Nothing কোম্পানির CEO নিজেই জানিয়েছে যে ফোনটি কোম্পানি প্রথম ট্রু ফ্ল্যাগশিপ ফোন হবে

আপকামিং নাথিং ফোন 3 ডিভাইসটি 2025 সালে জুলাই মাসে লঞ্চ হতে পারে

Nothing Phone 3 ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হয় গেছে। ফোনের দাম সম্পর্কে Nothing কোম্পানির CEO নিজেই জানিয়েছে যে ফোনটি কোম্পানি প্রথম ট্রু ফ্ল্যাগশিপ ফোন হবে। আপকামিং নাথিং ফোন 3 প্রিমিয়াম ফিচার এবং বিল্ড কোয়ালিটি সহ আসবে। ফোনে পারফরম্যান্স আপগ্রেড সহ এডভান্স সফটওয়্যার দিতে চলেছে কোম্পানি।

খবর অনুযায়ী, আপকামিং নাথিং ফোন 3 ডিভাইসটি 2025 সালে জুলাই মাসে লঞ্চ হতে পারে। বলা হচ্ছে যে ফোনটি টপ-টিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে টেক্কা দেবে। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন 3 এর দাম কত এবং দুর্দান্ত ফিচার কেমন হবে।

আরও পড়ুন: e-Passport : ভারতে শুরু হল ই-পাসপোর্ট পরিষেবা, থাকবে বিশেষ সিকিউরিটি চিপ, সহজ উপায় কীভাবে আবেদন করবে জানুন

Nothing Phone 3 ফোনের দাম ফাঁস

নাথিং ফোন 3 এর দাম লঞ্চের ঠিক আগে লিক হয়েছে। নাথিং এর সিইও Carl Pei সম্প্রতি প্রকাশ করেছিল যে ফোন 2025 এর তৃতীয় দিকে লঞ্চ হবে। এখন একজন অধিকারি জানিয়েছে যে আপকামিং নাথিং ফোন 3 এর দাম £800 এর কাছাকাছি হবে। যার মানে ফোনের ভারতীয় দাম 90,500 টাকার কাছাকাছি হতে পারে।

কোম্পানির নাথিং ফোন 2 এর দাম ভারতে 44,999 টাকা ছিল। তবে নাথিং ফোন 3 এর দাম পুরনো মডেলের তুলনায় দ্বিগুন হতে পারে। তবে ফোন নিয়ে দাবি করা হচ্ছে যে এটি Galaxy S25 Plus মতো স্মার্টফোনকে টেক্কা দেবে যার দাম প্রায় 85,000 টাকা।

আপকামিং নাথিং ফোন 3 কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে দুর্দান্ত স্মার্টফোন হবে যা জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত লঞ্চ হতে পারে। নাথিং ফোন 1 ডিভাইসটি কোম্পানি 2022 সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল, কিন্তু নাথিং ফোন 2 কোম্পানি জুলাই 2023 সালে লঞ্চ করেছিল। সেই অনুযায়ী অনুমান করা হচ্ছে যে আপকামিং ফোনটি জুলাই 2025 পর্যন্ত বাজারে আসতে পারে।

কেমন হবে নাথিং ফোন 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার

কোম্পানির সিইও কার্ল পেই আপকামিং ফোনের প্রিমিয়াম ফিচার টিজ করেছে। নতুন নাথিং ফোনে টাইটেনিয়াম ফ্রেম এবং এডভান্স গ্লাস পাওয়া যেতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন নাথিং ফোনে Snapdragon 8 Elite মতো চিপসেট থাকতে পারে বা Dimensity 9400 অথবা Dimensity 9400+ ও দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: ভারতে কত দামে কেনা যাবে Samsung Galaxy S25 Edge, প্রকাশ্যে এল সবচয়ে পাতলা ফোনের প্রাইস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :