Nothing Phone 3 আজ হবে ভারতে লঞ্চ, ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম থেকে ফিচার সম্পর্কে জেনে নিন সমস্ত কিছু

Updated on 01-Jul-2025
HIGHLIGHTS

নাথিং আজ 1 জুলাই তার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চ করবে

নাথিং টিজ করেছে যে আপকামিং ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ আসবে

কোম্পানির সিইও কার্ল পেই আগে নিশ্চিত করে দিয়েছে যে নাথিং ফোন ৩ আগের চেয়ে বেশি পাওয়ারফুল এবং প্রিমিয়াম হবে

নাথিং কোম্পানি আজ 1 জুলাই তার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চ করতে চলেছে। কোম্পানি আগেই এই বিষয় ঘোষণা করে দিয়েছিল এবং Flipkart সাইটে এই ফোনের টিজারও লাইভ হয়েছে। নাথিং ফোন ৩ এর লঞ্চ ইভেন্ট রাত 10.30টায় অনলাইন স্ট্রিম করা হবে। কোম্পানির সিইও কার্ল পেই আগে নিশ্চিত করে দিয়েছে যে এটি আগের চেয়ে বেশি পাওয়ারফুল এবং প্রিমিয়াম হবে। কোম্পানির তরফে লঞ্চের আগেই নাথিং ফোন ৩ এর প্রসেসর, ক্যামেরা এবং বাকি ডিটেল প্রকাশ করা হয়েছে।

কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে এই স্মার্টফোনে Glyph ইন্টারফেস বদলে দেওয়া হবে। এর পরিবর্তে কোম্পানি Glyph Matrix দিতে পারে। ফোনের লঞ্চের আগেই নাথিং ফোন ৩ এর দাম টিজ করা হয়েছে।

আরও পড়ুন: সবচেয়ে বড় 7550mAh ব্যাটারি সহ POCO F7 5G ফোনের আজ প্রথম সেল, জানুন ভারতে কত দামে কেনা যাবে

ভারতে কত হবে Nothing Phone 3 এর দাম

দামের কথা বললে, নাথিং ফোন ৩ এর অফিসিয়াল দামের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কোম্পানির সিই Carl Pei তার আপকামিং ফোনের দাম আগেই টিজ করে দিয়েছিল। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন হবে, যার দাম 800 পাউন্ড (প্রায় 90 হাজার টাকা) হতে পারে। যার মানে এই দাম কোম্পানির বর্তমান মডেল থেকে দ্বিগুন হবে। বলে দি যে Nothing Phone 2 ভারতে 44,999 টাকায় লঞ্চ হয়ছিল।

নাথিং ফোন ৩ ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, নাথিং ফোন ৩ তে রয়েছে 6.7-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর হবে, যার সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর পেয়ার করা।

নাথিং টিজ করেছে যে আপকামিং ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ আসবে। ফোনটি 5 বছরের Android OS আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

লিক অনুযায়ী, নাথিং ফোন ৩ তে পাওয়ার দিতে 5150mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এতে রির্ভাস চার্জিং ফিচারও দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: একধাপে 4000 টাকা সস্তা হল 32MP সেলফি ক্যামেরা সহ Moto 5G, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :