Nothing Phone 3 design and Price details leaked before 1 July India Launch
নাথিং তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 শীঘ্রই লঞ্চ করতে চলেছে। বলে দি আপকামিং নাথিং ফোন ৩ কোম্পানির পুরনো Nothing Phone 2 এর সাস্কেসার হবে। কোম্পানির সিইও Carl Pei জানিয়েছে যে ফোন ৩ ব্র্যান্ডের প্রথম ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। তবে লঞ্চের আগেই আপাকমিং নাথিং ফোন ৩ এর ছবি প্রকাশ হয়েছে যেখানে ফোনের ডিজাইন দেখা যাচ্ছে।
Verge এর একটি রিপোর্ট অনুযায়ী, নাথিং ফোন ৩ এর ছবি থেকে জানা গেছে যে এতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। টেকনোলজি কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছিল যে নাথিং ফোন ৩ আগামী 1 জুলাই লঞ্চ হবে।
আরও পড়ুন: Limited time offer: Samsung 5G ফোন হল 3000 টাকা সস্তা, 30 জুন পর্যন্ত মিলবে অফার
ফাঁস হওয়া ছবি থেকে নাথি ফোন ৩ এর রিয়ার প্যানেল ডিজাইন দেখা যাচ্ছে। ক্যামেরা অরেন্জমেন্টের পাশাপাশি, নাথি ফোন ৩ ডিভাইসেও ট্রান্সপেরেন্ট ব্যাক ডিজাইন অফার করবে কোম্পানি। শুধু তাই নয়, ছবি থেকে এও জানা গেছে যে আপকামিং নাথিং ফোন থেকে Glyph লাইট সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কি কোম্পানি সম্প্রতি একটি স্টেটমেন্টে জানিয়েছিল যে কোম্পানি নাথিং ফোন থেকে গ্লিফ ইন্টারফেস সরিয়ে দিতে চলেছে।
তবে নাথিং ইঙ্গিত দিয়েছিল যে Glyph light এর বদলে কোম্পানি নতুন ফোনে ডট-ম্যাট্রিক্স ডিসপ্লে দিতে চলেছে। এটি অনেকটা ASUS ROG ফোনের মতো। তবে ফাঁস হওয়া ছবিতে এই ডিজাইন দেখা যাচ্ছে না।
নাথিং সিইও কার্ল পেই Google’s Android Show: I/O Edition ইভেন্টে জানিয়েছিল যে আপকামিং ফোন ৩, কোম্পানির প্রথম “true flagship” হবে, যা প্রিমিয়াম মেটেরিয়াল যেমন গ্লাস এবং মেটাল সহ আসবে।
পাশাপাশি, কার্ল পেই আপকামিং ফোনের দাম সম্পর্কেও ইঙ্গিত দিয়েছিল। আপকামিং নাথিং ফোনের দাম £800 (ভারতীয় দাম 90,000 টাকা) এর কাছাকাছি রাখা হবে। তবে এটি নাথিং ফোন ২ এর দামের তুলনায় দ্বিগুন, কারণ এটি 2023 সালে 44,999 টাকা দামে ভারতে আনা হয়েছিল।
স্পেসিফিকেশন এবং ফিচারের কথা বললে, নাথিং ফোন ৩ তে 6.77-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সহ আসতে পারে যা 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি নতুন কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করতে পারে। এটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা হবে।
ফোনের ক্যামেরা সিস্টাম হিসেবে এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। সাথে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে 5000mAh এর ব্যাটারি থাকবে যা 50W ওয়্যারড এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: Realme GT 7 Series স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6000 টাকা পর্যন্ত ছাড়, জানুন কোথায় পাবেন এই অফার