Nothing তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 আজ ভারতে বিক্রি করছে
নাথিং ফোন ৩ এ দুর্দান্ত ক্যামেরা সিস্টাম, পাওয়ারফুল চিপসেট এবং নতুন Glyph ইন্টারফেস সহ আপগ্রেডেড ফিচার দেওয়া
নাথিং ফোন ৩ এর দাম ভারতে 79,999 টাকা রাখা হয়েছে
Nothing Phone 3 and Headphone 1 go on sale in India today with bank discount on Flipkart
ভারতীয় স্মার্টফোন বাজারে ইউনিক ট্রান্সপেরেন্ট ডিজাইন নিয়ে পরিচিত নাথিং এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 আজ ভারতে বিক্রি করা হবে। লেটেস্ট ডিজাইন এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে। নাথিং ফোন ৩ এ দুর্দান্ত ক্যামেরা সিস্টাম, পাওয়ারফুল চিপসেট এবং নতুন Glyph ইন্টারফেস সহ আপগ্রেডেড ফিচার দেওয়া।
আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন ৩ এর দাম এবং সেল অফার সম্পর্কে সমস্ত কিছু।
দামের কথা বললে, নাথিং ফোন ৩ এর দাম ভারতে 79,999 টাকা রাখা হয়েছে। এই দামে ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেল কেনা যাবে। গ্রাহকরা এই ফোনটি Flipkart এবং নাথিং ওয়েবসইট থেকে কিনতে পারবেন।
Nothing Phone 3
ফ্লিপকার্ট সাইটে ICICI, HDFC এবং SBI কার্ড পেমেন্টে 5000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সাথে প্রথম 1000 গ্রাহকদের মাত্র 999 টাকায় Nothing Ear 1 ইয়ারবডস অফার করবে কোম্পানি।
নাথিং ফোন ৩ এর ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, নাথিং ফোন ৩ তে 6.7-ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে যা HDR10+ সাপোর্ট দেওয়া। ফোনটি কোয়ালকম এর লেটেস্ট Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। ফোনটি Android 15 ভিত্তিক নাথিং ওএস অফার করা হয়েছে। কোম্পানির দাবি যে এতে 5 বছর পর্যন্ত Android আপডেট এবং 7 বছর পর্যন্ত সিকিউরিটি পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে নাথিং ফোন ৩ তে তিনটি ক্যামেরা পাওয়া যাবে যা 3x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, দ্বিতীয় 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং তৃতীয়টি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ পেয়ার করা। ফ্রন্টে 50 মেগাপিক্সেল অটোফোকস সেলফি ক্যামেরা থাকছে।
পাওয়ার দিতে ফোনে থাকছে 5500mAh ব্যাটারি যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.