পাঁচ ক্যামেরার NOKIA 9 PURE VIEW 6 জুন ভারতে আসবে!

Updated on 29-May-2019
HIGHLIGHTS

পেন্টা ক্যামেরা যুক্ত ফোন Nokia 9 Pure View

20 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা যুক্ত ফোন

ফোনটি প্রথম MWC 2019 য়ে দেখা গেছিল

এবার ভারতে খুব তাড়াতাড়ি Nokiea 9 PureView ফোনটি আসবে।  HMD Global 6 জুন ভারতে একটি ইভেন্ট করতে চলেছে যেখানে তারা পাঁচটি ক্যামেরা যুক্ত এই Nokia 9 Pure View ফোনটি লঞ্চ করবে। আর এর জন্য কোম্পানি মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করেছে।

তবে এই ইনভিটেশানে নোকিয়া ফোনের বিষয়ে কিছু বলা হয়নি তবে আশা করা হচ্ছে যে এই ইভেন্টে কোম্পানি Nokia 9 PureVIew ই আনবে। এই ফোনটি প্রথম MWC 2019 য়ের সময়ে দেখা গেছিল।

NOKIA 9 PURE VIEW ফোনটির স্পেক্স

এই নোকিয়া ফোনে আপনারা 5.99 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে পিওর ডিস্প্লে দএয়া হয়েছে। এই ফোনে আপনারা 12মেগাপিক্সাল আর 5 মেগাপিক্সলাএর ক্যামেরা পাবেন। আর এই Nokia 9 Pure View ফোনটিতে আপনারা ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে। আর এই ফোনে 6GB র‍্যাম দেওয়া হয়েছে।

ফোনটি IP67 রেটিংয়ের সঙ্গে এসেছে আর এই ফোনে ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স আছে। আর অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত এই ফোনে আপনারা 128GB র স্টোরেজ আর 3,320mAh য়ের ব্যাটারি পাবেন।

NOKIA 9 PURE VIEW ফোনটির ভারতীয় দাম

এই ফোনটি আমরা প্রথম MWC 2019 য়ে দেখেছি আর এই Nokia 9 Pure View ফোনটি ভারতের বাইরে $699 মানে 48,700 টাকায় লঞ্চ হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :