Nokia 9, Nokia 8 Pro স্ন্যাপড্র্যাগন 845 এর সঙ্গে আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি লঞ্চ হতে পারে

HIGHLIGHTS

HMD গ্লোবাল Nokia 8 Pro ফোনটিকে আগস্টে লঞ্চ করতে পারে, আর এর পরে সেপ্টেম্বরে Nokia 9 ফোনটি আসতে পারে

Nokia 9, Nokia 8 Pro স্ন্যাপড্র্যাগন 845 এর সঙ্গে আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি লঞ্চ হতে পারে

HMD গ্লোবাল সম্প্রতি শেষ হওয়া MWC 2018তে তাদের 5টি ফোন নিয়ে এসেছে। আর এই পাঁচটি ফোনের মধ্যে একটি ফিচার ফোন আর বাকি চারটি স্মার্টফোন। আর এবার একটি একদম টাটকা খবর অনুসারে কোম্পানি এই বছর Nokia 9 আর Nokia 8 Pro ফোনটি নিয়ে আস্তে পারে, যা স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত হবে। অ্যামাজন অ্যাপেল ফেস্টিভালে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia Power User এর রিপোর্টে বলা হয়েছে যে Nokia 8 Pro আর Nokia 9 ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত হবে আর আগস্ট আর সেপ্টেম্বরের মাঝামাঝি এই ফোন গুলি লঞ্চ হতে পারে। আশা করা হচ্ছে যে, Nokia 8 Pro আগস্টে আসতে পারে, আর সেখানে Nokia 9 ফোনটি সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে।

Nokia 9 ফোনটির দামের বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি তবে মনে করা হচ্ছে যে এর দাম Samsung Galaxy S9+ এর মতন হতে পারে। এই ফোনটিতে 5.7-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, যা 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে আসতে পারে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গাররপিন্ট সেন্সারও থাকতে পারে।

আর আগের খবর অনুসারে , Nokia 8 Pro ফোনটিতে রেয়ারে 5টি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা গোল আকারে প্লেস করা হয়েছে। যেমনটা Lumia 1020তে দেখা গেছিল।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo