এই অসাধারন নোকিয়া ফোন দুটি এবার 3C সার্টিফিকেশান পেল, ফোন দুটি হয়ত জানুয়ারি মাসে লঞ্চ হবে

HIGHLIGHTS

Nokia 6 (2018) মডেল নম্বর TA-1054 আর Nokia 9 এর মডেল নম্বর TA-1042

এই অসাধারন নোকিয়া ফোন দুটি এবার 3C সার্টিফিকেশান পেল, ফোন দুটি হয়ত জানুয়ারি মাসে লঞ্চ হবে

Nokia 6 স্মার্টফোনটিকে TENAA ওয়েবসাইটে দেখা গেছিল তবে এই ফোনটি সেখানে নোকিয়ার একমাত্র ফোন ছিলনা। এর সঙ্গে সেখানে HMD গ্লোবালের Nokia 9 ফোনটিও দেখা গেছিল। Nokia 6 (2018) মডেল নম্বর TA-1054 আর Nokia 9 এর মডেল নম্বর TA-1042।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

19 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা একটি ইভেন্টে এই ফোন দুটি লঞ্চ হতে পারে। এই ইভেন্টের সবথেকে বড় স্টার হবে Nokia 9। কিছু গুজব অনুসারে এই ইভনেটে Nokia 6 (2018) আর Nokia 8 (2018)ও থাকতে পারে। আর এর সঙ্গে আমরা CES (জানুয়ারি 9-12)’র সময় কিছু ঘোষনা শুনতে পারি।

Nokia 9 স্মার্টফোনটি HMD গ্লোবালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে। আগের রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটির 6GB র‍্যাম/ 64GB রোম ভেরিয়েন্টের দাম 3,699 Yuan (Rs 37,000 প্রায়) আর 6GB র‍্যাম/ 128GB রোম ভেরিয়েন্টের দাম 4,199 Yuan (Rs 42,000 প্রায়) হবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo