এই অসাধারন নোকিয়া ফোন দুটি এবার 3C সার্টিফিকেশান পেল, ফোন দুটি হয়ত জানুয়ারি মাসে লঞ্চ হবে

Updated on 14-Dec-2017
HIGHLIGHTS

Nokia 6 (2018) মডেল নম্বর TA-1054 আর Nokia 9 এর মডেল নম্বর TA-1042

Nokia 6 স্মার্টফোনটিকে TENAA ওয়েবসাইটে দেখা গেছিল তবে এই ফোনটি সেখানে নোকিয়ার একমাত্র ফোন ছিলনা। এর সঙ্গে সেখানে HMD গ্লোবালের Nokia 9 ফোনটিও দেখা গেছিল। Nokia 6 (2018) মডেল নম্বর TA-1054 আর Nokia 9 এর মডেল নম্বর TA-1042।

19 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা একটি ইভেন্টে এই ফোন দুটি লঞ্চ হতে পারে। এই ইভেন্টের সবথেকে বড় স্টার হবে Nokia 9। কিছু গুজব অনুসারে এই ইভনেটে Nokia 6 (2018) আর Nokia 8 (2018)ও থাকতে পারে। আর এর সঙ্গে আমরা CES (জানুয়ারি 9-12)’র সময় কিছু ঘোষনা শুনতে পারি।

Nokia 9 স্মার্টফোনটি HMD গ্লোবালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে। আগের রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটির 6GB র‍্যাম/ 64GB রোম ভেরিয়েন্টের দাম 3,699 Yuan (Rs 37,000 প্রায়) আর 6GB র‍্যাম/ 128GB রোম ভেরিয়েন্টের দাম 4,199 Yuan (Rs 42,000 প্রায়) হবে।

সোর্সঃ

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :