NOKIA 8 SIROCCO র জন্য অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট এল

HIGHLIGHTS

Nokia 8 Sirocco ফোনটির এই আপডেটের সাইজ 353MB

এই আপডেটে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আছে

OTA আপডেটের মাধ্যমে এটি ডাউনলোড করা যাবে

NOKIA 8 SIROCCO র জন্য অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট এল

HMD গ্লোবাল ভারতে তাদের Nokia 8 Sirocco ডিভাইসটির লেটেস্ট সিকিউরিটি প্যান নতুন অ্যান্ড্রয়েদ পাইএর সঙ্গে দিয়েছে। আর অ্যান্ড্রয়েড পাই বিল্ড আপডেট ভার্সান v4.14B 2019 য়ের এপ্রিল সিকিউরিটী প্যাচের সঙ্গে এসেছে আর এর আপডেট 353MB ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 8 Sirocco ফোনের জন্য অ্যান্ড্রয়েড পাই বিল্ট চ্যালেঞ্চ মেনশান করা হয়েছে আর এই আপডেট ইম্প্রুভড সিস্টেম স্টেবিলিটি, UI এনহ্যান্সমেন্ট ইত্যাদি আছে। আর অন্য OTA আপডেটের মতন এই আপডেটও আপনারা পুশ নোটি ফিকেশানের মাধ্যমে আপডেট করতে পারবেন। আর না হলে নিজের ফোনের সেটিংসে গিয়ে এই আপডেট চেক করতে পারেন।

আর এছাড়া আমরা যদি Nokia 8 Sirocco স্মার্টফোনের বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে এই স্মার্টফোনে স্টেনলেস স্টিলের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে একটি 5.5 ইঞ্চির P-OLED ডিসপ্লে আছে। আর এই স্মার্টফোনটি থিন। আর কোম্পানি একে 7.5mm থিন বানিয়েছে। আর এই স্মার্টফোনের IP রেটিং আছে, আর এর পরে এই ফোনটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত হবে। আর এছাড়া এই স্মার্টফোনে আপনারা ওয়ারলেস চার্জিং পাবেন আর এই ফোনটিতে AOP Mic পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo