আজ ঠিক দুপুর 12 টায় শুরু হবে Nokia 6.1Plus য়ের ফ্ল্যাশ সেল, দাম 15,999 টাকা

আজ ঠিক দুপুর 12 টায় শুরু হবে Nokia 6.1Plus য়ের ফ্ল্যাশ সেল, দাম 15,999 টাকা
HIGHLIGHTS

Nokia 6.1Plus য়ের দাম 15,999 টাকা আর এটি আজকের সেলে ফ্লিপকার্টে কেনা যাবে

সম্প্রতি HMD গ্লোবাল Nokia 6.1 Plus স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। আর আজকে এর সেল দুপুর 12টায় ফ্লিপকার্টে হবে। আর এই স্মার্টফোনটিকে কোম্পানি 15,999 টাকায় লঞ্চ করেছে। আর কোম্পানি এই স্মার্টফোনের সঙ্গে তাদের Nokia 5.1Plus ফোনটিও লঞ্চ করেছে। তবে এখনও এই ডিভাইসটির দামের বিষয়ে কিছু জানা যায়নি।

Nokia 6.1 Plus ফোনের ওপর এই স্পেশাল অফার গুলি পাওয়া যাচ্ছে

এই স্মার্টফোনটি এয়ারটেলের তরফে 1,800টাকার ক্যাশব্যাকে পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে ইউজার্সরা এক্সট্রা 240GB পর্যন্ত এক্সট্রা ডাটা পাবে, আর এর জন্য প্রতিমাসে 199,249 টাকার বা 448 টাকার রিচার্জ করাতে হবে। HDFC ক্রেডিট আর ডেবিট কার্ডে নো কস্ট EMI তে কেনা যাবে।

Nokia 6.1 Pus ফোনটির স্পেক্স

Nokia 6.1 Plus স্মার্টফোনটি এজ-টু-এজ ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে 5.8 ইঞ্চির FHD+(2280×1080) ডিসপ্লে আছে। আর এর অ্যাস্পেকাট রেশিও 19:9 আর এটি এজ টু বডি রেশিও অফার করে। আর এই ডিভাইসের ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 3 দেওয়া হয়েছ আর এটি গ্লাস মিডানাইট ব্লু, গ্লাস ব্ল্যাক আর গ্লাস হোয়াইট কালারে পাওয়া যাবে।

Nokia 6.1 Plus স্মার্টফোনটি অক্টা কোড় স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। Nokia 6.1 Plus স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস আর এর মানে এই যে এই ডিভাইসটি সময়ে সময়ে আপডেট পাবে আর ভবিষ্যতে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 9 পাইও আসবে।

Nokia 6.1 Plus ফোনের ব্যাকে একটি 16 আর 5 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা আছে আর সেখানে এই ডিভাইসের ফ্রন্টে 16 মেগাপিক্সলাএর ক্যামেরা আছে। আর এর অ্যাপার্চার f/2.0। আর এই ক্যামেরা AI সাপোর্ট যুক্ত। আর যা ছবির কোয়ালিটি বোখে এফেক্টে উন্নতি করতে পারে। ডুয়াল সিম Nokia 6.1 Plus ফোনটিতে 3,060mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে এটি USB তাইপ C য়ের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo