Nokia 6 (2018) স্মার্টফোনটি 5 জানুয়ারি লঞ্চ হতে পারে

Updated on 03-Jan-2018
HIGHLIGHTS

এই স্মার্ট ফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আর অক্টা কোর প্রসেসার থাকতে পারে

যদি ইন্টারনেটের খবর সত্যি হয় তবে Nokia 6 (2018) স্মার্টফোনটি 5  জানুয়ারি লঞ্চ হতে পারে। চিনের একটি রিটেলার অনুসারে এই ডিভাইসের লঞ্চ ডেট জানুয়ারির 5 তারখি হবে। লিস্টিং থেকে জানা স্পেসিফিকেশান সত্যি বলে মেনে নিলে Nokia 6 (2018)  স্মার্টফোনটিতে 16:9  অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে 5.5 ইঞ্চির TFT ফুল  HD ডিসপ্লে যুক্ত হবে। তবে এর আগের কিছু রিপোর্ট অনুসারে এই ফোনের ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত হতে পারে।

এই স্মার্টফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে অক্টাকোর প্রসেসার আর স্ন্যাপড্র্যাগন 630 আছে। অপটিক্সের কথা বললে দেখা যাবে জে এই স্মার্টফোনটিতে 16MP’র রেয়ার আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত হবে। Nokia 6 স্মার্টফোনটিতে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

Nokia 6 (2018) স্মার্টফোনটিতে 32GB আর 64GB’র দুটি স্টোরেজ অপশান থাকবে। দুটি ভেরিয়েন্টই মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে, মানে স্টোরেজের জন্য এই ফোনটিতে মাইক্রাও এসডি কার্ড ব্যবহার করা যাবে আর এর মাধ্যেম 128GB অব্দি স্টোরেজ এক্সপেন্ড করা যাবে। এই ফোনটির ব্যাটারি 3000mAh এর। আসা করা হচ্ছে যে 2018 সালে Nokia 6 ছাড়া HMD গ্লোবাল Nokia 9, Nokia 8 (2018) আর Nokia 3310 4G ভেরিয়েন্টটিও লঞ্চ করতে পারে।

Connect On :