নোকিয়ার এই সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড স্মার্টফোন Nokia 2 ভারতে লঞ্চ হল, দাম Rs. 6,999

HIGHLIGHTS

Nokia 2 স্মার্টফোনটিতে 4100mAh এর ব্যাটারি আছে

নোকিয়ার এই সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড স্মার্টফোন Nokia 2  ভারতে লঞ্চ হল, দাম  Rs. 6,999

শেষ পর্যন্ত HMD গ্লোবাল ভারতে Nokia 2 স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। ভারতে এই ডিভাইসটির দাম Rs. 6,999। এটি ২৪ নভেম্বর থেকে টপ মোবাইল স্টোরে কিনতে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 2   স্মার্টফোনটিতে 5 ইঞ্চির 720p HD ডিসপ্লে আছে আর এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 212  চিপসেট আছে। কোয়াল্কম বলেছে যে এন্ট্রি লেভেল চিপসেট 4G LTE কানেক্টিভিটি যুক্ত। আর এর ব্যাতাড়ই লাইফ ভাল। এই স্মার্টফোনটিতে  1GB র‍্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ আছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়।

এবার এই স্মার্টফোনটির ক্যামেরা কেমন তা দেখে নেওয়া যাক। এই ডিভাইসের প্রাইমারি ক্যামেরা 8MP আর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। অন্যান্য নোকিয়া স্মার্টফোনের মতন এই স্মার্টফোনটিও স্টক এক্সপিরিয়েন্সে সঙ্গে অ্যান্ড্রয়েড নৈগাটে চলে। আর খুব তাড়াতাড়ি এটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট পাবে। এটি প্রথম বাজেট স্মার্টফোন যাতে ভয়েস অ্যাসিস্টেন্স আছে। Nokia 2 স্মার্টফোনটিতে 4100mAh এর ব্যাটারি আছে কোম্পানির দাবি অনুসারে এটি একবার চার্জ করলে দুদিন পর্যন্ত চলতে পারে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo