ভারতে সামনের সপ্তাহে লঞ্চ হবে VIVO V15 PRO র 8GB র‍্যাম ভেরিয়েন্ট

Updated on 10-May-2019
HIGHLIGHTS

32 হাজার টাকায় লঞ্চ হতে পারে Vivo V15 Pro

ডিভাইসে 32MP র ফ্রন্ট ক্যামেরা আছে

Vivo V15 Pro ফোনটিতে 3,700mAh য়ের ব্যাটারি আছে

সম্প্রতি জানা গেছে যে vivo তাদের লেটেস্ট স্মার্টফোন Vivo V15 Pro 8GB র‍্যামের সঙ্গে ভারতে সামনের সপ্তাহে লঞ্চ করবে। আর এই বিষয়ে BGR India একটি রিপোর্ট নিয়ে এসেছে। আর এই রিপোর্ট অনুসারে Vivo V15 Pro 8GB RAM/128GB স্টোরেজের সঙ্গে ভারতে 32,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। আর এর সঙ্গে তাড়াতাড়ি Vivo V15 Pro ফোনটির 8GB র‍্যাম ভেরিয়েন্ট আসতে পারে।

VIVO V15 Pro ফোনের আনুমানিক দাম

আমরা যদি Vivo V15 Pro ফোনটির বিষয়ে বলি তবে এই Vivo V15 Pro 8GB+128GB ভেরিয়েন্ট 32,000 টাকায় লঞ্চ করা হতে পারে। আর ভারতে এউ সময়ে Vivo V15 Pro ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 28,990 টাকা রাখা হয়েছে।

VIVO V15 Pro ফোনের স্পেশাল স্পেসিফিকেশান

আপনাদের বলে রাখি যে Vivo V15 Pro ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির একটি Super AMOLED FHD+ ডিসপ্লে পাচ্ছেন আর এই ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে আসবে। আর এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট পাচ্ছেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাচ্ছেন।

আর এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। আর এই Vivo V15 Pro ফোনটিতে আপনারা 48MP র প্রাইমারি সেন্সার আর 8MP র অন্য ক্যামেরা পাচ্ছেন আর এই ফোনে একটি 5MP র ডেপথ সেন্সার দেওয়া হচ্ছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :