Nokia 2 স্মার্টফোনটি নতুন আপডেট পাওয়া শুরু করেছে

HIGHLIGHTS

এটি একটি নতুন সিকিউরিটি আপডেট যাতে এপ্রিল মাসের জন্য অ্যান্ড্রয়েড পেজ আছে

Nokia 2 স্মার্টফোনটি নতুন আপডেট পাওয়া শুরু করেছে

HMD গ্লোবাল তাদের দাবি অনুসারে Nokia ব্র্যান্ডের স্মার্টফোনের জন্য যথা সময়ে স্ফটোয়্যার আপডেট দিচ্ছে, আর ভারতে তারা Nokia 2 স্মার্টফোনটির জন্য নতুন আপডেট দেওয়া শুরু করেছে। আর এই সিকিউরিটি আপডেটে এপ্রিল মাসের জন্য অ্যান্ড্রয়েড পেজও আছে। আর এখন এই আপডেট ইউজার্সরা পাওয়া শুরু করে দিয়েছেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Paytm মলে এই অসাধারন অফার গুলি পাওয়া যাচ্ছে

আর সম্প্রতি এই আপডেটের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি, HMD ‘র অন্যান্য নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন গুলি আপডেট পাওয়া শুরু করে দিয়েছে আর এবার জানা গেছে যে Nokia 2 স্মার্টফোনটি এই আপডেট পাচ্ছে। ওভার দ্যা ইয়ার আপডেট হিসাবে পাঠিয়েছে আর আপনার ইউনিটটি এখনও এই আপডেটনা পেলে তা অল্প কিছু সময়ের মধ্যে এই আপডেট পাবে।

আমরা এবার Nokia 2 স্মার্টফোনটির ফিচার্স কেমন তা দেখে নি। এই ফোনটিতে 5ইঞ্চির 720pয়ের ডিসপ্লে আছে আর এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 212 চিপসেট আছে। কোয়াল্কম বলেছে যে এতি এন্ট্রি লেভেলের চিপসেটে যা 4GLTE কানেক্টিভিটি নিয়ে আসে আর এতি ভাল ব্যাটারি লাইফ অফার করে। এই স্মার্টফোনটি 1GB র‍্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

আমরা যদি এই ডিভাইসটির ক্যামেরা কেমন তা দেখি তবে দেখা যাবে যে এতে 8MP’র প্রাইমারি ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Nokia 2 স্মার্টফোনটির ব্যাটারি 4100mAhয়ের আর এটি কোম্পানির দাবি অনুসারে একদিন অব্দি চলতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo