Sony Xperia XA1 আর XA1 Plus এর নতুন আপডেটে স্পেক্টার আর মাল্টিডাউন ফিক্সেজ আছে

HIGHLIGHTS

2016 সালের Sony Xperia E5 ফোনটিও নতুন আপডেট পাচ্ছে, এই আপডেটের বিল্ড নম্বর 37.0.A.2.248

Sony Xperia XA1 আর XA1 Plus এর নতুন আপডেটে স্পেক্টার আর মাল্টিডাউন ফিক্সেজ আছে

সোনি তাদের Xperia XA1 আর XA1 Plus স্মার্টফোনটির জন্য নতুন আপডেট দিচ্ছে। এই আপডেটের বিল্ড নম্বর যথাক্রমে 40.0.A.6.189 আর 48.0.A.1.131, এই আপডেটটি জানুয়ারি মাসের জন্য অ্যান্ড্রয়েড সিকিউরিটি ফিক্সেজও নিয়ে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই আপডেটটি সম্প্রতি সামনে আসা স্পেক্টার আর মেল্টডাউন সিকিউরিটির জন্যও ফিকেসজ আছে। তবে এটি অ্যান্ড্রয়েড ভার্শান 7.0 বৌগাটের সঙ্গে পাওয়া যাবে। সবসময়ের মতন OTA সেল আউটের সনে আপনার ডিভাইস অব্দি পৌঁছাতে একটু সময় নিতে পারে, তাই নিজের ফোনে এই আপডেটটি পাওয়ার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে।

এর মধ্যে, 2016 সালের Sony Xperia E5 ফোনটিও নতুন আপডেট পাচ্ছে, এই আপডেটের বিল্ড নম্বর 37.0.A.2.248। এই সিকিউরিটি আপডেটটি জুলাই 2017’র জন্য প্যাচেসেরসঙ্গে আসবে।

Sony Xperia E5 স্মার্টফোনটিতে 5- ইঞ্চির ডিসপ্লে আছে, এই ডিসপ্লের রেজিলিউশান 720 পিক্সাল। আর এর সঙ্গে এই ডিভাইসে 1.3GHz কার্টেক্স-A53 মিডিয়াটেক MTK6735 প্রসেসার আর 1.5GB’র র‍্যাম আছে। এই ডিভাইসে 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজকে বাড়ানোও যায়।

আর এছাড়া এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশও আছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতেও LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo