2020 সালের মধ্য স্যামসাং গ্যালাক্সি M সিরিজের আরও তিনটি ফোন আসবে

2020 সালের মধ্য স্যামসাং গ্যালাক্সি M সিরিজের আরও তিনটি ফোন আসবে
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি M41 ফোনে 64MP ক্যামেরা থাকতে পারে

স্যামসাং গ্যালাক্সি M31 ফোনে থাকতে পারে স্ন্যাপড্র্যাগন 665 SoC

স্যামসাং গ্যালাক্সি M সিরিজে আলাদা আলাদা তিনটি নতুন ফোন আসবে। এই ফোন গুলি হল- Samsung Galaxy M21, Galaxy M31, আর Galaxy M41। আর এই ফোন গুলি M সিরিজের প্রথম ফোন গুলির আপগ্রেটেড ভার্সান। সেই ফোন গুলি 2019 য়ের প্রথমে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনের মধ্যে 2020 সালের মধ্যে এই নতুন M সিরিজের ফোন আসবে।

আর এই বিষয়ে এখনও কোন অফিসিয়াল খবর সামনে আসেনি। তবে Samsung Galaxy M21, Galaxy M31 আর Galaxy M41 ফোন অনলাইনে দেখা গেছে। আর স্যামসাংয়ের এই ফোন গুলি নিয়ে সম্প্রতি টিপস্টার Shudhanshu Ambhore একটি টুইট পোস্ট করেন আর সেখানে এই ফোনের স্পেক্স জানা গেছে।

আর এই পোস্ট থেকে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সিক M21 ফোনে আপনারা এক্সিয়ন্স 9609 প্রসেসারের সঙ্গে 4GB  র‍্যাম পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে 24MP সেন্সার আর 5MP র সেন্সার থাকতে পারে।

আর সেখানে যদি আপনারা গ্যালাক্সি M31 ফোনটি দেখেন তবে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসারের সঙ্গে 6GB র‍্যাম পেতে পারেন। আর এর সঙ্গে এই ফোনে হয়ত 48MP র ক্যামেরা আর 12MP র ক্যামেরা দেওয়া হবে। আর এই ফোনে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। আর এই ফোনে এর সঙ্গে একটি 5MP র সেন্সার থাকতে পারে।

আর আমরা যদি Galaxy M41 ফোনটি দেখি তবে ফোনে এক্সিয়ন্স 9630 প্রসেসার 6GB র‍্যামের সঙ্গে আসতে পারে। আর এই ফোনে আপনারা 64MP র ক্যামেরা পেতে পারেন। আর এর সঙ্গে আপনারা এতে ISOCELL Bright GW1 সেন্সার থাকতে পারে।

আপনাদের জানিয়ে রাখি যে স্যামসাংয়ের এই সেন্সার রিয়ালমি আর সাওমির ফোনে ব্যাবহার করা হবে। গ্যালাক্সি M41 ফোনে ওয়াইড অ্যাঙ্গেলের সঙ্গে 12মেগাপিক্সালের সেকেন্ডারি সেন্সার আর 5MP র ডেপথ সেন্সার থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo