28 এপ্রিল লঞ্চের আগে CMF Phone 2 Pro ফোনের ভারতীয় দাম এবং মেমোরি অপশন লিক, ডিজাইন এবং স্পেক্স হল প্রকাশ

Updated on 23-Apr-2025
HIGHLIGHTS

CMF Phone 2 Pro ভারতে 28 এপ্রিল লঞ্চ হবে

লিক অনুযায়ী, সিএমএফ ফোন 2 প্রো ফোনের বেস মডেলের দাম 18,999 টাকা হবে

সিএমএফ ফোন 2 প্রো ফোনটি MediaTek Dimensity 7300 Pro চিপসেটে কাজ করবে বলে জানা গেছে

CMF Phone 2 Pro ভারতে 28 এপ্রিল লঞ্চ করা হবে। ভারত সহ এই ফোনটি গ্লোবাল মার্কেটেও আনা হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, নতুন স্মার্টফোনের পাশপাশি, কোম্পানি নতুন অডিও প্রোডাক্টও আনছে। লঞ্চের আগেই কোম্পানি আপকামিং নাথিং ফোন 2 প্রো ফোনের চিপসেট, ট্রিপল ক্যামেরা এবং ডিজাইন প্রকাশ করে দিয়েছে। এখন লঞ্চের আগে সিএমএফ ফোন 2 প্রো ফোনের ভারতীয় দাম এবং মেমোরি সম্পর্কে লিক প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কত দামে আসবে নতুন নাথিং ফোন।

CMF Phone 2 Pro ফোনের ভারতে দাম কত হবে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X সাইটে টিপস্টার যোগেশ বরার তার পোস্টে দাবি করেছে যে সিএমএফ ফোন 2 প্রো ফোনটি দুটি মেমোরি 8GB+128GB এবং 8GB+256GB অপশনে আসবে।

লিক অনুযায়ী, সিএমএফ ফোন 2 প্রো ফোনের বেস মডেলের দাম 18,999 টাকা রাখা হবে। পাশাপাশি, 256GB স্টোরেজ মডেলের দাম 20,999 টাকা। তবে এখনও দাম কিছু নিশ্চিত করা হয়েনি।

আরও পড়ুন: Price drop Alert: 8000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 50MP ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন, এখন মাত্র এত টাকা দাম

লঞ্চ অফারের আওতায় সিএমএফ ফোন 2 প্রো ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া যেতে পারে।

এছাড়া জানা গেছে যে সিএমএফ ফোন 2 প্রো ফোনে হার্ডওয়্যার হিসেবে 3 বছরের OS আপডেট এবং 6 বছরের Android সিকিউরিটি দেওয়া হবে।

ডিভাইসটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ আসবে। যা নাথিং ওএস 3.1 এ চলবে।

সিএমএফ ফোন 2 প্রো ফোনে কেমন হবে ফিচার

ফিচারের কথা বললে, সিএমএফ ফোন 2 প্রো ফোনটি MediaTek Dimensity 7300 Pro চিপসেটে কাজ করবে বলে জানা গেছে। বলে দি যে সিএমএফ ফোন 1 ডিভাইসে ডাইমেনসিটি 7300 অফার করা হয়েছিল।

ফটোগ্রাফির ক্ষেত্রে সিএমএফ ফোন 2 প্রো তে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে, যা 50MP এর 2x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর হবে।

তবে এখনও আপকামিং ফোনের ডিসপ্লে সাইজ জানা যায়নি। এটি নিশ্চিত করা হয়েছে যে আপকামিং ফোনটি সেগামেন্টের সবচেয়ে বড় এবং ব্রাইট ডিসপ্লে সহ আসবে।

আরও পড়ুন: 2000 টাকা সস্তায় কিনুন সবচেয়ে বড় 7300mAh ব্যাটারি সহ লেটেস্ট iQOO 5G ফোন, আজই সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :