আপনাদের বলে রাখি যে MWC 2019 য়ে আপনারা বেশ কিছু নতুন কোম্পানির থেকে 5G কানেক্টিভিটি যুক্ত ফোন দেখতে পারেন আর এই ক্ষেত্রে ZTE ও কিছু আনতে পারে আর জানা গেছে যে Axon Flagship স্মার্টফোন কোম্পানি আনতে পারে
আপনারা জানেন যে ZTE আর কিছু দিনের মধ্যে বা বলা ভাল যে আগামী 6 মাসের মধ্যে তাদের প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। আর কোম্পানি বলেছিল যে তারা MWC 2019 য়ের দিকে খেয়াল রাখছে। আসলে খবর এসেছে যে 25 ফেব্রুয়ায়রি থেকে কোম্পানি MWC 2019 য়ে তাদের নতুন ফোন লঞ্চ করবে বা নিয়ে আসবে, আর Axon Series য়ের এই ফোনটি কোম্পানির লঞ্চ করা প্রথম 5G ডিভাইস হবে।
আর এবার জানা গেছে যে এখন এই দুটি ডিভাইস হবে যা একটি মডেলে দুটি ডিভাইস হবে। আমরা যদি এই বিষয়ে বলি তবে কোম্পানি Axon 10 Pro মোবাইল ফোনের ওপরে কাজ করছে আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেটে লঞ্চ করা হতে পারে, আর এছাড়া এও হতে পারে যে এই ডিভাইসটি 5G কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হবে। তব এখনও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি।
আমরা আপনাদের জানিয়েছি যে অন্য অনেক কোম্পানিই 5G ফোন MWC 2019 য়ে নিয়ে আসতে পারে। আর এই কোম্পানি গুলি হল Samsung,OnePlus, Huawei, LG আরও অন্য কোম্পানি গুলি আছে। আসলে ZTEও এবার এই রকমের পদক্ষেপ ওঠাচ্ছে বলে জানা গেছে। আর মনে করা হচ্ছে যে কোম্পানির তরফে দুটি ডিভাইস লঞ্চ করা হতেপারে। আর প্রথম Axon 10 Pro ফোন হবে আর এছাড়া অন্য ডিভাইসটি Axon 10 5G বা অন্য কিছু হতে পারে।
আর এছাড়া আমরা যদি কোম্পানির সাব ব্র্যান্ডের কথা বলি তবে এর সিস্টার ব্র্যান্ড মানে Nubia 25 ফেব্রুয়ারি ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে পারে। আর এহচারা এও হতে পারে যে ZTE আর এর Bvlade সিরিজে একটি ফোন লঞ্চ করা হতে পারে।