MWC 2019: Sony Xperia 10 আর Xperia 10 Plus ফোন দুটি লঞ্চ হল

MWC 2019: Sony Xperia 10 আর Xperia 10 Plus ফোন দুটি লঞ্চ হল
HIGHLIGHTS

Sony MWC 2019 য়ে তাদের নতুন মোবাইল ফোন মানে Sony Xperia 10 আর Xperia 10 Plus লঞ্চ করেছে আর এই ফোন গুলি মিড রেঞ্জ ফোন হিসাবে এসেছে আর এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরার সঙ্গে 21:9 স্ক্রিন পাবেন

Sony মোবাইল নতুন নিতি আর নামে বাজারে এসেছে। বলা যায় যে আরও একবার কোম্পানি নতুন করে বাজারে ফিরে এসেছে। MWC 2019 য়ে Sony Xperia 10 আর Xperia 10 Plus ফোন দুটি লঞ্চ করা হয়েছে। আর এই দুটি ফোন 21:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত স্ক্রিনের সঙ্গে এসেছে। আর এই ফোনের মধ্যে Xperia 1 ফোনটি ফ্ল্যাগশিপ ফোন হিসাবে এসেছে। আর এছাড়া এই ফোনের স্পেক্সশিটটি দেখে নেওয়া যাক।

আমরা যদি Sony Xperiua 10 সিরিজের বিষয়ে কথা বলি তবে দুটি নতুন স্মার্টফোন আর Sony L3 মোবাইল ফোন আজকে কেনা জাবে।আ র এর আমেন এই এজে MWC 2019 য়ে লঞ্চ করা এই ফোন আসার সঙ্গে সঙ্গেও বাজারে নিয়ে আসা হয়েছে।

Sony Xperia 10 Plus

আমরা যদি Sony Xperia 10 Plus ফোনের বিষয়ে কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এটি একটি অ্যাফোর্ডেবেল স্মার্টফোন আর কোম্পানি এটি একটি নতুন ফ্ল্যাগশিপ ফোন হিসাবে নিয়ে এসেছে। এই ফোনে 6.5 ইঞ্চির একটি 21:9 অ্যাস্পেক্ট রেশিওর স্ক্রিনের সঙ্গে লঞ্চ করেছে।আর Xperia X1 ফোনটির থেকে একটু বড় আর এই ফোনে আপনারা IPS LCD 1080+ রেজিলিউশানের ডিসপ্লে পাচ্ছেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 3,000,Ah য়ের ব্যাটারি পাবেন।

আর এছাড়া আমরা যদি ফোনের ক্যামেরার বিষয়ে কথা বলি তবে আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি এই ফোনে Xperia 10 Plusw য়ে একটি 12mp র প্রাইমারি সেন্সার আর একটি 8MP র টেলিফটো লেন্স দিয়েছে আর এই ফোনটি 4K ভিডিও রেকর্ড করতে পারে। আর এছাড়া এই ফোনে একটি 8MP র সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আর আমরা যদি এই ফোনের প্রসেসারের বিষয়ে বলি তবে এইউ ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার পাবেন।, আর এই ফোনে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর আপনারা এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন আর এটি 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Sony Xperia 10

Sony Xperia 10 ফোনে আপনারা কম্প্যাক্ট ফোন আর এই ফোনে 6.0 ইঞ্চির স্ক্রিন আছে যার অ্যাস্পেক্ট রেশিও 21:9/ আর এই ফোনে 1080+রেজিলিউশান দেওয়া হয়েছে।

আমরা যদি ক্যামেরার বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা একটি 13+5MP র ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, আর এই ফোনে একটি টেলিফটো লেন্স আর অন্যটি ডেপথ সেন্সার আছে। আর এই ফোনে আপনারা একটি 8MP র সেলফি ক্যামেরা পাবেন।

আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট পাবেন আর এই ফোনে 3GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 2870mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করেনা।

Sony Xperia L3

Sony Xperia L3 মোবাইল ফোনটি কিছুটা Sony Xperia 10 য়ের ম তন তবে এটি একটি এন্ট্রি লেভেল ফোন। আর এই ফোন আপনারা একটি 5.7 ইঞ্চির স্ক্রিন পাবেন আর এই ফোনে 720+ প্যানেল আছে। আর এই ফোনে আপনারা 18:9 অ্যাস্পেক্ট রেশিওর স্ক্রিন পাবেন।

এই মোবাইল্ ফোনটিতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন আর এর মানে এই যে এই ফোনে 13+2MP র ক্যামেরা 4K ভিডিও নিতে পারবেন। আর এই ফোনে আপনারা একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

এই মোবাইল ফনবে আপনারা মিডিয়াটেক হেলিওপ P22 চিপসেট পাবেন আর এটি 12nm প্রসেসার যুক্ত। আর এই ফোনে আপনারা 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 Oreo তে লঞ্চ করা হয়েছে আর আমরা যদি Sony Xperia 10 Duo ফোনটির বিষয়ে বলি তবে এটি অ্যান্ড্রয়েড 9.0 পাইতে লঞ্চ করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo