MWC 2018: নোকিয়া নতুন 4টি স্মার্টফোন আর 1টি ফিচার ফোন লঞ্চ করেছে

Updated on 26-Feb-2018
HIGHLIGHTS

HMD গ্লোবাল Nokia 7 Plus, Nokia 6 (2018), Nokia 8 Sirocco, Nokia 1 আর Nokia 8110 4G ফোন নিয়ে এসেছে

MWC 2018তে তাদের 5 ডিভাইস নিয়ে এসেছে, যার মধ্যে একটি ফিচার ফোনও আছে। Nokia 7 Plus, Nokia 6 (2018), Nokia 8 Sirocco, Nokia 1 আর Nokia 8110 4G ফোন নিয়ে এসেছে। ফিচারফোনটির নাম Nokia 8110। এই প্রোডাক্ট গুলির ওপর কিছু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে

Nokia 7 Plus:এই ফোনটিতে 6-ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আর 4GB র‍্যাম যুক্ত। এটি অ্যান্ড্রয়েড বন প্রোগ্রামের অংশ, তাই এটি অ্যান্ড্রয়েড Pতে আপডেটেড হবে। এটি কোম্পানির প্রথম ফোন যা 18:9 ডিসপ্লে অ্যাস্পেক্ট রেশিও দেয়। এই ফোনটিতে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যা Zeiss অপটিক্স যুক্ত। এই ফোনটি এপ্রিল থেকে 399 EUR ( প্রায় 31,700টাকা) তে পাওয়া যাবে।

Nokia 6 (2018): কোম্পানি Nokia 6 (2018) ফোনটিও লঞ্চ করেছে। এটিও অ্যান্ড্রয়েড বন প্রোগ্রামের অংশ। এটি কোম্পানির ‘Bothie’ ফিচার যুক্ত। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার যুক্ত। এতে ওয়ারলেস চার্জিংও পাওয়া যায়। এই ফোনটি এপ্রিল থেকে 279 EUR (প্রায় 22,200টাকায়০ কিনতে পাওয়া যাবে।

Nokia 1: এটি কোম্পানির প্রথম অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) ফোন। এটি একটি রিমুভেবাল কভার কস্প্রেস-অনের সঙ্গে আসবে। এই ফোনটি এপ্রিল থেকে $85( প্রায় 5,400টাকা)য় পাওয়া যাবে। এটি MWC 2018 তে আসা দ্বিতীয় অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) স্মার্টফোন। এর আগে Alcatel 1X লঞ্চ করা হয়েছিল।

Nokia 8 Sirocco: এই ফোনটিতে ডুয়াল-গ্লাস ডিজাইনের স্টেনলেস স্টিল ফ্রেম দেওয়া হয়েছে। এই ফোনটিতে দুদিকে গোরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। এটি IP67 সার্টিফিকেটের সঙ্গে এসেছে যা ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত। এই ফোনটিতে ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে আর এটি অ্যান্ড্রয়েদ বন প্রোগ্রামের কাজ করে। এই ফোনটি এপ্রিল থেকে 749 EUR (প্রায় 59,600টাকা) দামে পাওয়া যাবে।

Nokia 8110 4G: এটি কোম্পানির নতুন ফিচার ফোন। এই ফোনটিতে 4G সাপোর্ট আছে। এটি ওয়াই-ফাই হটস্পট যুক্ত আর এই ডিভাইসে গুগল অ্যাসিস্টেন্স, গুগল ম্যাপ্স, গুগল সার্চের মতন ফিচার্স যুক্ত। এটি মে মাস থেকে 79 EUR (প্রায় 6,300টাকা) দামে কিনতে পাওয়া যাবে।

Connect On :