Motorola Razr 60 Ultra with Snapdragon 8 Elite processor launched in India
Motorola Razr 60 Ultra ভারতে লেটেস্ট ফোল্ডেবাল স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হয়েছে। লেটেস্ট মোটোরোলা রেজার 60 আল্ট্রা ফোনটি কোম্পানির Razr 50 Ultra ফোনের সাস্কেসার হিসেবে আনা হয়েছে। এছাড়া এটি প্রথম ফোল্ডেবাল ফোন যা Snapdragon 8 Elite চিপসেট সহ লঞ্চ হয়েছে। সাথে কোম্পানি নতুন মোটো ফোনে Moto AI এবং ডেডিকেটেড AI Key দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট মোটোরোলা রেজার 60 আল্ট্রা ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
মোটোরোলা রেজার 60 আল্ট্রা ফোনের ভারতে দাম 99,999 টাকা। এই দামে ফোনের 16GB + 512GB স্টোরেজ মডেল কেনা যাবে।
কোম্পানি লেটেস্ট মোটোরোলা রেজার ৬০ আল্ট্রা ফোনে 10,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা 12 মাসের নো-কস্ট ইএমআই অপশনও পাবেন।
এছাড়া কোম্পানি মোটোরোলা ফোনে Jio সিম এর সাথে 15000 টাকার অফারও দিচ্ছে। লেটেস্ট ফোনটি Rio Red (ভিগন লেদার ফিনিশ), Scarab, Mountain Trail, এবং Scarab কালার অপশনে কিনতে পারবেন।
লেটেস্ট ফোল্ডেবাল মোটোরোলা রেজার 60 আল্ট্রা ফোনটি Amazon, রিলায়েন্স ডিজিটাল, অফলাইন স্টোর এবং মোটোরোলা ওয়েবসাইট থেকে 21 মে দুপুর 12টায় বিক্রি করা হবে।
ফিচারের কথা বললে, মোটোরোলা রেজার 60 আল্ট্রা তে বড় 7 ইঞ্চি সুপার HD LTPO AMOLED ডিসপ্লে দেওয়া যা 165Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিসন সাপোর্ট করে। এছাড়া এতে 4-ইঞ্চি ফ্লেক্সিবাল এমোলেড কভার স্ক্রিন সহ 1272×1080 পিক্সেল রেজোলিউশন দেওয়া। এছাড়া এটি 165Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর হিসেবে লেটেস্ট মোটোরোলা রেজার 60 আল্ট্রা ফোনটি Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে যা এড্রেনো জিপিউ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রেজার 60 আল্ট্রা ফোনে 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ম্যাক্রো ফাংশন দেওয়া। এছাড়া ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট রয়েছে।
পাওয়ার দিতে রেজার 60 আল্ট্রা ফোনে 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W ফাস্ট ওয়্যারড চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং এবং 5W রির্ভাস ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে মোটোরোলা রেজার 60 আল্ট্রা ফোনটি Android 15 OS এ কাজ করে। কোম্পানি এতে 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে দাবি করেছে।
আরও পড়ুন: Google New Logo: 10 বছরে প্রথমবার নতুন রুপে এল গুগল, প্রকাশ্যে এল নতুন লোগো