জুন মাসে 48MP ক্যামেরা নিয়ে ভারতে আসবে Mototola One Vision
ফোনটির সম্ভাব্য দাম 25,000 টাকা হতে পারে
ফোনটি সামনের মাসে লঞ্চ হবে
ডিভাইসে 48MP র ক্যামেরা আছে
মোটোরোলার Motorola One Vision ফোনটি একাধিক দেশে লঞ্চ হয়েছে আর এবার 91mobiles য়ের একটি রিপোর্ট অনুসারে এই কোম্পানির স্মার্টফোনতি ভারতে সামনের মাসে মানে জুন মাসেই লঞ্চ করা হবে। আর রিপোর্ট অনুসার এই ফোনের সম্ভাব্য দাম 25,000টাকা রাখা হয়েছে। আর এই মাসের প্রথমে Motorola One Vision ফোনটিকে XT1970-3 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। আর এবার এই ফোনটি ভারতে আসবে বলে শোনা যাচ্ছে। আর এই ফোনটি এর মাধ্যেই থাইল্যান্ডে প্রায় 299 ইউরোতে লঞ্চ করা হয়েছে আর ব্রাজিলে এই ফোনের দাম BRL 1,999 ।
SurveyMOTOROLA NOTE VISION ফোনের স্পেসিফিকেশান
আমরা যদি এই মোটোরোলা ফোনটি দেখি তবে এই ফোনে এক্সিয়ন্স 9609 চিপসেট আছে আর এই ফোনে আপনারা 21:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন। আর এই ফোনের ক্যামেরাতে 48MP র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
আর এছাড়া এই ফোনে আপনারা ক্যামেরাতে নাইট ভিশান মোড পাবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত। আর ফোনে আপনারা 3,5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটিতে 15W টার্বো পাওয়ার চার্জিংয়ের সাপোর্ট আছে।
ফোনে আপন্রা 4GB র্যামে রস্নগে 128GB স্টোরেজ পাবেন। আর এই মোটোরোলা ফোনে একটি 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।