MOTOROLA MOTO Z4 48MP ক্যামেরা সঙ্গে লঞ্চ হল

MOTOROLA MOTO Z4 48MP ক্যামেরা সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

48MP ক্যামেরা যুক্ত ফোন

স্ন্যাপড্র্যাগন 675 যুক্ত ফোন

মোটো মোড আর মোটো 360 ক্যামেরা মোড যুক্ত ফোন

অ্যামাজন লিস্টিং আর বেশ কিছু লিকের পরে অবশেষে Motorola Moto Z4 ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটি কোম্পানির লেটেস্ট মিড রেঞ্জ ফোন, ফোনে স্ন্যাপড্র্যাগন 675 আছে। আর এই ফোনটি কোম্পানির Moto Z4 আনেম লঞ্চ হয়েছে আর এই ফোনে মোটো মোড আছে আর মোটো 360 ক্যামেরা মোড আছে। আর এই ফোনটিকে কোম্পানি $499.99 MSRP (Rs 34,893 প্রায়) দামে লঞ্চ করেছে। আর এই ফোনটি OnePlus 7 য়ের কাছাকাছি দামে লঞ্চ করা হয়েছে।

 

Moto Z4 ফোনটি আপডেটেড ডিজাইনের সঙ্গে এসেছে। আর ডিসপ্লে টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে। আর এই ফোনে আপনারা 6.39 ইঞ্চির ফুল HD OLED ডিসপ্লে পাবেন আর এটি 19:9 অ্যাস্পেক্ট রেশিওর। এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC, 4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট পাবেন। আর Moto Z4 ফোনে 3600mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

 

ক্যামেরার ক্ষেত্রে এই Moto Z4 ফোনটিতে 48MP র রেয়ার ক্যামেরার সঙ্গে 12MP র আউটপুট দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo