Motorola X70 Air announced 4800mAh battery 6mm thickness
সবচেয়ে পাতলা স্মার্টফোন বাজারে Motorola প্রবেশ করেছে তার নতুন আল্ট্রা স্লিম ডিভাইস নিয়ে। আসলে মোটোরোলা লঞ্চ করেছে তার নতুন আল্ট্রা স্লিম স্মার্টফোন Moto X70 Air ডিভাইস। মোটো এক্স৭০ এয়ার ফোনের প্রতিযোগিতা iPhone Air এবং Samsung Galaxy S25 Edge এর সাথে হবে। মোটো এক্স৭০ এয়ার ফোনে রয়েছে 4800mAh ব্যাটারি। মোটো এক্স৭০ এয়ার ফোনের বিশেষত্ব তার ডিসপ্লে যেতে 4500 নিটস পিক ব্রাইটনেস সহ Pantone ডিসপ্লে প্যানেল দেওয়া। ফোনটি 5.99mm মোটো এবং ওজন 159 গ্রাম।
নতুন মোটো এক্স৭০ এয়ার বর্তমানে Lenovo এর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। কিন্তু কোম্পানি তার দাম এখনও প্রকাশ করেনি। এটি 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজ অপশন সহ আসে। মোটোরোলা এক্স৭০ এয়ার ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। বলে দি যে মোটোরোলা এক্স৭০ এয়ার ফোনের মতো একই রকমের স্মার্টফোন সম্প্রতি Motorola Poland এর ওয়েবসাইটে Motorola Edge 70 হিসাবে প্রিভিউ করা হয়েছে।
আরও পড়ুন: Amazon Diwali Sale: 8000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি সহ Samsung Galaxy 5G স্মার্টফোন কেনার সুযোগ
মোটো এক্স৭০ এয়ার ফোনটি চীনে 31 অক্টোবর লঞ্চ হবে। তবে ইউরোপের বাজারে 5 নভেম্বর মোটোরোলা এজ ৭০ নামে চালু করা হবে এই ফোন। ভারতীয় লঞ্চের বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোন ভারতে শীঘ্রই Motorola Edge 70 Air নামে আসতে পারে।
মোটোরোলা এক্স৭০ এয়ার ফোনে 1.5K pOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 1220×2712 পিক্সেল দেওয়া। ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস অফার করে। কোম্পানির দাবি যে এই প্যানেল Pantone-validated এবং SGS eye care প্রোটকশন সহ আসে। এটি IP68 + IP69 রেটিং সহ আসে।
নতুন ডিভাইসটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। কোম্পানি জানিয়েছে যে এতে একটি 3D ওয়েস্ট ওয়েট ভেসপার চেম্বর সিস্টাম দেওয়া, যা হিট কন্ট্রোল করতে সাহায্য করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো এক্স৭০ এয়ার ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি Samsung সেন্সর, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ফ্রন্টেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে মোটো এক্স৭০ এয়ার ফোনে 4800mAh ব্যাটারি দেওয়া যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি হিসেবে এতে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, NFC, GPS, OTG এবং USB টাইপ-সি সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo X300 এবং Vivo X300 Pro স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত