Moto G96 5G Launch
Motorola কোম্পানি ভারতে তার নতুন বাজেট স্মার্টফোন Moto G96 5G আজ 9 জুলাই লঞ্চ করতে চলেছে। মোটো জি৯৬ ৫জি আজ দুপুর 12 টায় Flipkart সাইটে আনা হবে। মিড বাজেট প্রাইসে আসা মোটো জি৯৬ ৫জি ফোনটি আসল দাম কত হবে সেটি লঞ্চের পর জানা যাবে। তবে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কেমন হবে মোটো জি৯৬ ফোনের ফিচার।
ফিচারের কথা বললে, মোটো জি৯৬ ৫জি ফোনটি 6.67-ইঞ্চির ফুলএইচডি প্লাস স্ক্রিন দেওয়া। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 1600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে মোটো জি৯৬ ফোনে পাওয়া যাবে কোয়ালকম Snapdragon 7s Gen 2 অক্টাকোর চিপসেট।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি৯৬ ৫জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে রিয়ারে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা দেওয়া। এটি Sony LYT700C সেন্সর রয়েছে যা Quad PDAF এবং Ultra Pixel প্রযুক্তি সহ আসে। সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ম্যাক্রো ভিসন সেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মোটো জি৯৬ ৫জি ফোনটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে।
পাওয়ার দিতে মোটো জি৯৬ ৫জি ফোনে 5500mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং সহ আসবে। কোম্পানির দাবি যে ফুল চার্জে এই ফোনটি 42 ঘন্টা পর্যন্ত কাজ করবে।
লিক অনুযায়ী, মোটো জি৯৬ ৫জি ফোনটি একটি মিড বাজেটে আসবে। এই হিসেবে 20 হাজার থেকে 25 হাজারের মাঝে হতে পারে। কোম্পানি অফারের সাথে এই মোটোরোলা ৫জি ফোনটি 19,999 টাকায় বিক্রি করা যেতে পারে।