Motorola Moto G06 Power Price drop under Rs 7500 on Flipkart sale
আপনার যদি বাজেট 8000 টাকার কম হয় এবং আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart Big Bang Diwali সেলে রয়েছে দারুন সুযোগ। আসলে ফ্লিপকার্ট দিওয়ালি সেলে Motorola Moto G06 Power ফোনে দারুন ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারে মোটো জি০৬ পাওয়ার ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। আসুন মোটো জি০৬ পাওয়ার ফোনে পাওয়ার অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
মোটো জি06 পাওয়ার ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 7499 টাকা দামে লিস্ট করা। তবে ব্যাঙ্ক অফার অফারে 300 টাকা ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 7199 টাকা হয় যাবে।
এছাড়া ব্যাঙ্ক অফারের কথা বললে, কোম্পানি কিছু কার্ড পেমেন্টে 300 টাকার ছাড় দিতে পারে। যার পরে দাম কমে কেনা যাবে।
আরও পড়ুন: Voter Id Card হারিয়ে ফেলেছেন বা চুরি হয়েছে, বাড়িতে বসেই 10 মিনিট তৈরি করুন নতুন, জানুন সহজ উপায়
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 5450 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের ডিভাইসের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, মোটো জি০৬ পাওয়ার ফোনে 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে পাওয়া যাবে যার রেজোলিউশন 720×1640 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, ব্রাইটনেস 600 নিটস দেওয়া।
প্রসেসর হিসেবে মোটো জি০৬ পাওয়ার ফোনে মিডিয়াটেক হিলিও জি81 এক্সট্রিম চিপসেট অফার করা হয়েছে। এটি 4GB RAM+64GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে মোটো জি06 পাওয়ার ফোনে iP64 রেটিং অফার করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে জি06 পাওয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। এতে সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটো জি06 পাওয়ার ফোনে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি যা 18W চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ 6.0, জিপিএস Glonass, Galileo, QZSS এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।