Motorola Edge 50
Motorola এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনবেন ভাবছেন তবে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। আসলে Flipkart সাইটে 30 হাজার টাকার কম দামে Motorola Edge 50 Pro 5G বিক্রি হচ্ছে। দাম কম হওয়ার পাশাপাশি, ফোনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আপনার পুরনো ফোনে মিলবে এক্সচেঞ্জ অফারও। আসুন মোটোরোলা এজ 50 প্রো 5জি ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফ্লিপকার্ট সাইটে মোটোরোলা এজ 50 প্রো 5জি ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 31,999 টাকায় লিস্ট করা। তবে লঞ্চের সময় এই ফোনটি 35,999 টাকায় লঞ্চ হয়ছিল।
এই ফোনে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। গ্রাহকরা Axis ব্যাঙ্ক এবং IDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পাবেন। যার পরে ফোনের দাম আরও কমে 29,999 টাকা হয় যাবে। লঞ্চ প্রাইস থেকে 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে এই ফোন।
এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে এই ফোনে। কোম্পানি এতে 20,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
মোটোরোলা এজ 50 প্রো ফোনে 6.5-ইঞ্চির 1.5K pOLED কার্ভড ডিসপ্লে দেওয়া, যার রিফ্রেশ রেট 144Hz রয়েছে। এটি HDR10+ এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 50 প্রো ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 পাওয়া যাবে। ফোনের সাথে 12GB RAM এবং 256GB স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 50 প্রো ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 3x অপটিকাল জুম সহ 10MP টেলিফটো ক্যামেরা এবং 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 50 প্রো ফোনটি 4500mAh ব্যাটারিতে কাজ করে। এটি 125W টার্বোপাওয়ার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে এটি Android 14 ভিত্তিক Hello UI তে কাজ করে।
আরও পড়ুন: মাত্র 7499 টাকায় ভারতে লঞ্চ হল নতুন 32inch এবং 43inch Smart TV, দুর্দান্ত ফিচার দেখে নিন এক নজরে