Motorola ভারতে আনছে 7000mAh ব্যাটারি সহ শক্তিশালী 5G স্মার্টফোন, থাকবে লেটেস্ট প্রসেসর সহ দুর্দান্ত ফিচার

Updated on 19-Nov-2025
HIGHLIGHTS

Motorola আগামী 24 নভেম্বর ভারতে Moto g57 Power স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

মোটো জি57 পাওয়ার ফোনটি প্রথম হবে যা লেটেস্ট Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ আসবে

মোটো জি57 পাওয়ার ফোনে থাকবে 7000mAh ব্যাটারি

Motorola শীঘ্রই তার একটি আরও নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মোটোরোলার নতুন ফোনটি Moto g57 Power নামে আনা হবে। কোম্পানি এই ডিভাইসটি তার G-Power Series এর আওতায় চালু করবে। মোটো জি57 পাওয়ার ফোনটি কোম্পানি 24 নভেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে। এই মাসের শুরুতে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এখন কোম্পানি এটি ভারতে চালু করার প্রস্তুতি নিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি57 পাওয়ার ফোনটি কত দামে এবং কোন স্পেসিফিকেশন সহ আসবে।

Moto G57 Power ভারতে কবে হবে লঞ্চ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ একটি পোস্টে মোটোরোলা জানিয়েছে যে এই স্মার্টফোন 24 নভেম্বর দেশে লঞ্চ করা হবে। মোটো জি57 পাওয়ার ফোনের বিক্রি ই-কমার্স Flipkart সাইট থেকে করা হবে।

আরও পড়ুন: Aadhaar Card Update: বন্ধ হবে আধার কার্ডের অপব্যবহার, ডিসেম্বরে আসছে নতুন নিয়ম, ছবি এবং QR কোড দিয়ে হবে যাচাই

Moto G57 Power India Launch

মোটো জি57 পাওয়ার ফোনের ফিচার কেমন হবে

কোম্পানি জানিয়েছে যে মোটো জি57 পাওয়ার ফোনটি প্রথম হবে যা লেটেস্ট Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ আসবে। শুধু তাই নয়, এই ফোনে 50MP Sony LYT-600 সেন্সর থাকবে বলে জানা গেছে। এছাড়া মোটো জি57 পাওয়ার ফোনে থাকবে 7000mAh ব্যাটারি। এছাড়া মোটো জি57 পাওায়র ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পাওয়া যাবে।

মোটোরোলা গ্লোবাল মার্কেটে মোটো জি57 পাওয়ার ফোনটি 5 নভেম্বরে লঞ্চ করেছিল। গ্লোবাল বাজারে মোটো জি57 পাওয়ার EUR 279 (প্রায় 28,000 টাকা) দামে আনা হয়ছিল। কোম্পানি টিজ করে জানিয়েছে যে মোটো জি57 পাওয়ার ফোনটি তিনটি কালার অপশনে আনা হবে।

গ্লোবাল ভ্যারিয়্যান্ট অনুযায়ী, মোটো জি57 পাওয়ার ফোনে 6.72-ইঞ্চি Full-HD+ LCD স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। এটি 1050 নিট পিক ব্রাইটনেস এবং কর্ণিং গরিল্লা গ্লাস 7i প্রোটেকশন অফার করে। ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অফার করে। এছাড়া পাওয়ার দিতে মোটো জি57 পাওয়ার ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে য়া 30W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে মোটো জি57 পাওয়ার ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করবে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony LYT-600 ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং একটি 3-ইন-1 লাইট সেন্সর সহ আসে। ডিভাইসের ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কোম্পানির দাবি যে মোটো জি57 পাওয়ার ফোনটি IP64 রেটিং সহ আসে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন: OnePlus 15 এর পর ভারতে আসছে OnePlus 15R, প্রকাশ্যে এল টিজার, থাকবে 7800mAh ব্যাটারি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :