Motorola G6, স্মার্টফোনের লাইনআপ 19 এপ্রিল লঞ্চ হতে পারে

Motorola G6, স্মার্টফোনের লাইনআপ  19 এপ্রিল লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

বিগত বেশ কয়েক দিনের কিছু লিক থেকে জানা গেছে যে এই লাইনআপে Moto G6, Moto G6 Plus আর Moto G6 Play স্মার্টফোনটি আছে

Motorola এই মাস শেষ হওয়ার আগেই তাদের G6 লাইনআপ স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানি 19 এপ্রিল São Paulo, Brazilয়ে একটি ইভেন্টের জন্য মিডিয়া ইনভিটেসান পাঠানো শুরু করেছে। তবে মিডিয়া ইনভিটেশানে ডিভাইসের স্পেসিফিকেশানের বিষয়ে কিছু জানানো হয়নি। এই ডিভাইস গুলির বিষয়ে আপনারা বিগত বেশ কিছু সময় ধরেই বেশ কিছু লিক খবর দেখেছেন আর এই গুলি দেখে এটাই মনে হয় যে Moto G6, Moto G6 Plusআর Moto G6 Play স্মার্টফোনগুলি আছে।

Moto G6 স্মার্ট ফোনটি 5.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে যা 1080 x 2160 FHD+ রেজিলিউশান যুক্ত হবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9হবে। এই স্মার্টফোনটি 32GB/64GB স্টোরেজ অপশানে আনা হতে পারে আর অক্টা-কোর CPU যুক্ত হবে। আর এর কল্ক স্পিড হবে 1.8GHz। আর এর সঙ্গে এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যাবে।

Flipkart, Amazon থেকে আজকে এই ব্লুটুথ স্পিকার গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনুন

Moto G6 ডিভাইসটির ব্যাকে 12+5 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে আর সেলফি নেওয়ার জন্য ডিভাইসটিতে 16MP’র ফ্রন্ট ক্যামেরা অফার করবে যা এক্রতি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার যুক্ত। ডিভাইসে 4000mAh য়ের ব্যাটারি থাকবে।

Moto G6 Play ফোনটিও G6’র মতন ডিসপ্লে যুক্ত হবে। ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 430 কোয়াড কোর CPU থকাবে যার কল্ক স্পিড 1.4GHz। Moto G6 Play ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আর এর একটি ভেরিয়েন্টে 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ থাকবে আর অন্য ভেরিয়েন্টে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ থাকবে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramফলো করতে এখানে ক্লিক করুন
 

Motorola Moto G6 Plus ফোনটিতে 5.93 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 1,080×2,160 পিক্সাল হবে। আর গুজব যদি সত্যি হয় তবে এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার, 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত হবে। এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যাবে। আসা করা হচ্ছে যে Moto G6 Plus ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট Moto G6’র মতনই হবে।

via

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo