Motorola Edge 50 Ultra price drops by over Rs 10000 on Flipkart
মোটোরোলা কোম্পানি তার প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 50 Ultra এর দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। যেই গ্রাহকরা কম বাজেটে হাই-এন্ড ফোন কিনতে চান তাদের জন্য মোটোরোলা এজ 50 আল্ট্রা একটি ভাল ডিল হতে পারে। গ্রাহকরা সমস্ত কার্ডে ছাড় এবং এক্সচেঞ্জ অফার পেতে পারেন। স্টাইলিশ ডিজাইন, হাই প্রসেসর, দুর্ধর্ষ ক্যামেরা সিস্টাম রয়েছে এই ফোনে।
আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান তবে Flipkart দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসুন জেনে নেওয়া যাক ফ্লিপকার্ট সাইটে কত দামে কেনা যাবে এই ফোনটি।
আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 100W ফাস্ট চার্জিং এবং লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি সহ OnePlus 5G ফোন
দামের কথা বললে, মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলটি আপাতত ফ্লিপকার্ট সাইটে 49,999 টাকায় লিস্ট করা। তবে মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনটি 59,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছিল। যার মানে ফোনটি সোজা 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
এছাড়া কোম্পানি ফোনে কিছু ব্যাঙ্ক অফারও দিচ্ছে। পাশাপাশি, গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 46,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোনে দেদার ছাড়, জানুন কত টাকা হল সস্তা
ফিচারের কথা বললে, মোটোরোলা ফোনটি দুর্দান্ত গেমস এবং মাল্টিটাস্কিংয়ের জন্য সেরা বিকল্প হতে পারে। কারণ এতে শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট পাওয়া যাবে। এই প্রসেসর সহ ফোনটি 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ডিসপ্লে হিসেবে এজ 50 আল্ট্রা ফোনে 6.7- ইঞ্চির P-OLED ডিসপ্লে রয়েছে যা 144Hz রিফ্রেশ রেট, 2800 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 50 আল্ট্রা ফোনে OIS সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে যা 3x অপটিকাল জুম সাপোর্ট করে।
পাওয়ার দিতে এজ 50 আল্ট্রা ফোনে পাওয়া যাবে 4500mAh ব্যাটারি যা 125W ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি ফোনকে কিছু মিনিটে ফুল চার্জ করে দেয়।
আরও পড়ুন: মাত্র 225 টাকায় BSNL এর 30 দিনের রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ থাকছে প্রতিদিন হাই স্পিড ডেটা