Motorola Edge 20 Pro স্মার্টফোন লঞ্চ হবে আজ, জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন

Motorola Edge 20 Pro স্মার্টফোন লঞ্চ হবে আজ, জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন
HIGHLIGHTS

Motorola Edge 20 Pro যা গত জুলাইয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল

এতে থাকতে পারে 870 SoC চিপসেট সঙ্গে 8GB LPDDR5 RAM

Motorola Edge 20 Pro মডেলে থাকতে পারে 108 MP প্রাইমারি ক্যামেরা

Motorola সংস্থা ইন্ডিয়ান টেক মার্কেটে আজ লঞ্চ করতে চলেছে Motorola Edge 20 Pro মডেল। এই ফ্ল্যাগশিপেরই দুটি মডেল vanilla Edge 20 এবং Edge 20 Lite জুলাই মাসের শেষের দিকে লঞ্চ করেছিল। Motorola Edge 20 Pro  মডেলের স্ক্রিনের রিফ্রেশ রেট 144Hz। এই মডেলে থাকতে পারে 10 বিট অ্যামোলয়েড ডিসপ্লে যাতে রয়েছে HDR 10 প্লাস সাপোর্ট। Edge 20 Pro মডেল আসতে পারে স্ন্যাপড্রাগন 870 SoC চিপসেটের সঙ্গে যা 8GB LPDDR5 র‍্যামের সঙ্গে যুক্ত রয়েছে। এই স্মার্টফোনে থাকতে পারে 108MP প্রাইমারি সেন্সর। কোম্পানি জানিয়েছে এই মোবাইলে থাকবে দুটি মেজর সফটওয়্যার আপডেট।

কবে কেনা যাবে এই নতুন মডেল- 

ফ্লিপকার্টের  Motorola Edge 20 Pro মডেল আজ দুপুর 12 টায় লঞ্চ করছে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকেই । ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Motorola Edge 20 Pro মোবাইলের সম্ভাব্য দাম

Motorola Edge 20 pro Mid

Motorola Edge 20 Pro যা গত জুলাইয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। তখন এই মডেলের 12GB+ 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল  EUR 699.99। যা ইন্ডিয়ান কারেন্সিতে 60,200 টাকা মতন। অন্যদিকে আগস্টে চিনে Motorola Edge S Pro মোবাইলে লঞ্চ করে যার 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল CNY 2,499। যা ভারতীয় মুদ্রায় 28,700 টাকা মতন। তবে এখনো পর্যন্ত ফ্লিপকার্টের মাইক্রোসাইটে এই মডেলের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের কথাই উল্লেখ করা হয়েছে। আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মডেল আরও অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবেও আসতে পারে।

Motorola Edge 20 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Motorola Edge 20 Pro মোবাইলে থাকতে পারে 144Hz রিফ্রেশ রেটের 10 বিট অ্যামোলয়েড ডিসপ্লে।  এতে থাকবে HDR10 +সাপোর্ট, করনিং গোরিলা গ্লাস 5 প্রটেকশন এবং স্ক্রিনের টাচ স্যাম্পেল রেট হবে  576 Hz।
  • এই স্মার্টফোন কাজ করতে পারে স্ন্যাপড্রাগন 870 SoC চিপসেটে যেখানে থাকতে পারে 8GB RAM এবং 256GB অনবোর্ড ইন্টারনাল স্টোরেজ।
  • ক্যামেরা ফিচার হিসেবে এই  স্মার্টফোনে থাকতে পারে 108 MP প্রাইমারি ক্যামেরা  সেন্সর 50X সুপার জুম ফিচার সমেত। এছাড়া থাকবে 8MP টেলিফটো লেন্স অপটিক্যাল  ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত। সেইসঙ্গে 16MP আলট্রা ওয়াইড ক্যামেরা ম্যাক্রো লেন্স সমেত।। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32MP শুটার।

Motorola Edge 20 pro

  • এই ফোন সাপোর্ট করতে পারে 11 5G ব্যান্ড।
  • Edge 20 Pro হ্যান্ডসেট দিতে পারে  ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেন্সের সুবিধা , আসতে পারে IP52 রেটিং সমেত।
  • ব্যাটারি ফিচার হিসেবে থাকতে পারে 4,500 mAh ব্যাটারি 30W ফাস্ট চার্জ ফিচার সমেত। মাত্র দশ মিনিটের চার্জে দেবে টানা 9 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। 
  • আপাতত এই ডিভাইস কাজ করতে পারে  Android 11 ভার্সনে।
  • এই মোবাইলে মিলতে পারে  ইরিডিসেন্ট ক্লাউড এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে। 

 

 

 

Digit.in
Logo
Digit.in
Logo