এই লিক ছবি থেকে z3 Play ফোনটির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত 6ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এটি একটি Full HD+ রেজিলিউশান সাপোর্ট করবে
Motorola’র Moto Z3 Play স্মার্টফোনটির বিষয়ে একটি নতুন খবর সামনে এল একটি নতুন রেন্ডার লিক থেকে এই ফোনটির বিষয়ে কিছু কথা জানা গেছে। লিক ছবি অনুসারে Z3 Play স্মার্টফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর 6ইঞ্চির ডিসপ্লে থাকবে যা ফুল HD+ রেজিলিউশান সাপোর্ট করবে।
এই ডিভাইসটির টপে বেজেলস ইয়ারপিস, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর LEDফ্ল্যাশ আছে। ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য আর পরিবর্তন এই ফোনের হোম বটনের জায়গায় এখন কোম্পানির লোগো থাকতে পারে। হ্যান্ডসেটটিতে মেটালিক ফ্রেম আর গ্লাস রেয়ার দেওয়া হয়েছে। ফোনে দ্যা আই আর ভলিউম আর ডাউনের বটন আর সাইন্ড বটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। পাওয়ার ফোনের অন্য দিকে দেওয়া হয়েছে।
Moto Z3Play স্মার্টফোনটির ব্যাকে সাউন্ড-থ্রেড ক্যামেরা মডিউলার ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আগের রিপোর্ট অনুসারে এই ডিভাইসটিতে 12আর 8মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর Moto Z3Play স্মার্টফোনটির বটমে USB-Cটাইপ আছে। আর ব্যাক প্যানেলে নিচের দিকে 16পিনের কানেক্টার আছে যা Moto Mods অ্যাক্সেসারিজ অ্যাটাচ করে।