Moto G96 5G full specs officially confirmed ahead of India launch
মোটোরোলা ভারতে আরেকটি নতুন স্মার্টফোন Moto G96 5G লঞ্চ করতে চলেছে। আপকামিং মোটো জি৯৬ ৫জি ফোনে ক্লাসিক ভিগন লেদার টেক্সচার ফিনিশ এবং পিছনে কার্ভড প্যানেল থাকবে। মোটো জি৯৬ ফোনটি ভারতে 9 জুলাই লঞ্চ হবে। নতুন মোটো জি৯৬ ৫জি ফোনটি 20 হাজার সেগামেন্টে আসতে পারে। আসুন জেনে নেওয়া যাক কেমন হবে মোটো জি৯৬ ৫জি ফোনটি।
দামের কথা বললে, এটি মিড বাজেট স্মার্টফোন হবে যা 20 হাজার থেকে 25 হাজারের মধ্যে আসতে পারে। আশা করা হচ্ছে যে কোম্পানি মোটো জি৯৬ ফোনটি অফারের পর 19,999 টাকা দামে বিক্রি হতে পারে।
ফিচারের কথা বললে, মোটো জি৯৬ ফোনটি 6.67-ইঞ্চি Full HD+ OLED ডিসপ্লে সহ 144Hz রিফ্রেশ রেট অফার করবে। এতে 1600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস থাকতে পারে।
প্রসেসর হিসেবে মোটো জি৯৬ ৫জি ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট কাজ করবে। একই প্রসেসর আমরা Motorola Edge 60 Stylus, Edge 60 Fusion এবং Poco X6 ফোনে দেখতে পেয়েছি।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি৯৬ ৫জি ফোনে থাকতে পারে 50MP Sony LYT-700C প্রাইমারি শুটার এবং একটি 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এটি 32MP ফ্রন্ট শুটার অফার করতে পারে।
আপকামিং মোটো জি৯৬ ফোনটি Motorola’s Hello UI ভিত্তিক Android 15 এ চলতে পারে। তবে এখন পর্যন্ত এই বিষয় কোনো কিছু প্রকাশ করেনি কোম্পানি।
পাওয়ার দিতে মোটো জি৯৬ ফোনে দেওয়া হবে 5500mAh ব্যাটারি যা 68W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।