Motorola এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম, জানুন ফিচার

HIGHLIGHTS

মোটোরোলা অবশেষে ভারতে তার G-Series এর লেটেস্ট স্মার্টফোন Moto G67 Power 5G লঞ্চ করেছে

মোটো জি67 পাওয়ার ফোনটি 15 হাজারের কম দামে Snapdragon 7s Gen 2 চিপসেট, 7000mAh সিলিকন-কার্বন ব্যাটারি অফার করে

মোটো জি67 পাওয়ার 5জি ফোনের দাম 15000 টাকার কম

Motorola এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম, জানুন ফিচার

Motorola অবশেষে ভারতে তার G-Series এর লেটেস্ট স্মার্টফোন Moto G67 Power 5G লঞ্চ করেছে। লেটেস্ট মোটো জি67 পাওয়ার ফোনটি 15 হাজারের কম দামে Snapdragon 7s Gen 2 চিপসেট, 7000mAh সিলিকন-কার্বন ব্যাটারি অফার করে। মোটো জি67 পাওয়ার 5জি ফোনের দাম 15000 টাকার কম। বাজেট প্রাইস আর কোন কোন ফিচার নিয়ে এসেছে মোটোরোলার নতুন ফোন আসুন জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Moto G67 Power 5G ফোনের দাম কত এবং বিক্রি কবে

দামের কথা বললে, মোটো জি67 পাওয়ার 5জি ফোনের দাম শুরু হয় 15,999 টাকা থেকে। এই দামে ফোনের বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে বলে দি যে কোম্পানি প্রথম সেলে মোটো জি67 পাওয়ার 5জি ফোনটি ব্যাঙ্ক অফারে 1000 টাকা সস্তায় কেনা যাবে। যার মানে কোম্পানি অফারের সাথে ফোনটি 14,999 টাকায় কেনা যাবে।

নতুন মোটো জি67 পাওয়ার 5জি ফোনের প্রথম সেল Flipkart থেকে 12 নভেম্বর দুপুর 12টায় শুরু হবে। পাশাপাশি নতুন ফোনটি মোটোরোলার ওয়েবসাইট থেকেও কেনা যাবে।

আরও পড়ুন: 125W ফাস্ট চার্জিং সহ Motorola প্রিমিয়াম ফোনে 10 হাজার টাকার সোজা ছাড়

মোটো জি67 পাওয়ার 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, মোটো জি67 পাওয়ার 5জি ফোনটি ডুয়াল সিম সহ Android 15 ভিত্তিক Hello UX অপারেটিং সিস্টামে কাজ করে। কোম্পানি এতে 3 বছরের সিকিউরিটি এবং একটি OS আপগ্রেড দেওয়ার দাবি করেছে।

ডিসপ্লে হিসেবে মোটো জি67 পাওয়ার 5জি ফোনে 6.7 ইঞ্চি ফুল HD+ (1080×2400 পিক্সেল) LCD স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি HDR10+ সাপোর্ট এবং কর্ণিং গরিল্লা 7i গ্লাস এবং MIL-810H মিলিট্রি গ্রেড ড্রপ প্রোটেকশন সহ আসে।

প্রসেসর হিসেবে মোটো জি67 পাওয়ার 5জি ফোনটি কোয়ালকম এর octa core 4nm Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করে। এটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা। এটি 24GB পর্যন্ত RAM বাড়ানো যেতে পারে। এছাড়া ফোনের সাথে Google’s Gemini AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি67 পাওয়ার ফোনে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেল Sony LYT-600 মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ‘টু-ইন-ওয়ান Flicker’ ক্যামেরা রয়েছে। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। নতুন মোটো জি67 পাওয়ার 5জি ফোনটি 30fps ফুল HD রেজোলিউশন ভিডিও এবং ডুয়াল ক্যাপচার, টাইমল্যাপস, স্লো মোশন সহ অডিও জুম মোডস সাপোর্ট করে।

পাওয়ার দিতে মোটো জি67 পাওয়ার ফোনে 7000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 30W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মোটো জি67 পাওয়ার 5জি তে 130 ঘন্টা মিউজিক প্লেব্যাক, 33 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 28 ঘন্টা ওয়েব ব্রাউজিং এবং 49 ঘন্টা কলিং ব্যাকআপ রয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 100W ফাস্ট চার্জিং এবং লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি সহ OnePlus 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo