Moto G6 Plus ফোনটির বিষয়ে একটি নতুন খবর সামনে এল

HIGHLIGHTS

Moto G6 Plus ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে আছে আর এটি গোল্ড, হোয়াইট, ব্লু, সিলভার আর সিয়ান কালার ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে

Moto G6 Plus ফোনটির বিষয়ে একটি নতুন খবর সামনে এল

আশা করা হচ্ছে জে লেনোভো এই বছর G6 সিরিজ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2018তে নিয়ে আস্তে পারে। সম্প্রতি তিনটি স্মার্টফোনের কোডনেম লিক হয়েছে আর এবার Moto G6 Plus এর একটি রেন্ডার সামনে এসেছে। এটি অ্যান্ড্রয়েডহেডলাইন্সের মাধ্যমে সামনে এসেছে, এতে এই ফোনটির তৈরি আর ডিজাইনের বিষয়ে পরিষ্কার ভাবে দেখা গেছে আর এর সম্ভাব্য কালার ভেরিয়েন্টও সামনে এসেছে। এসেগেল ফ্লিপকার্টের কুলিং ডেজ সেল

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই রেন্ডারটি অনুসারে, Moto G6 Plus ফোনটিতে থিন-বেজেল ডিজাইনের সঙ্গে মেটালিক বিল্ডও দেওয়া হয়েছে। এতে একটি কার্ভড গ্লাস ব্যাকও থাকতে পারে। এটি ডূয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গেও দেখা গেছে। আর এর সঙ্গে এতে ডুয়াল LED ফ্ল্যাশও থাকতে পারে। এই রিপোর্টটি অনুসারে এই ফোনটিতে সামনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকতে পারে।

আশা করা হচ্ছে যে Moto G6 Plus ফোনটিতে 5.7-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে, এই ডিসপ্লের রেজিলিউশান 2160 x 1080 পিক্সালের হতে পারে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার যুক্তও হতে পারে। এতে 3250mAh এর ব্যাটারিও থাকতে পারে, যা অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে কাজ করবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo