Moto G6 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে যুক্ত হতে পারে
মোটোরোলার পরবর্তী ফোন Moto G6 কে চিনের টেলিকমিউনিকেশান অথরিটি TENAAয়ে দেখা গেছে। আর যা থেকে এটা অনুমান করা হচ্ছে জে কোম্পানি Moto G6 স্মার্টফোনটি খুব তারারারি লঞ্চ করতে পারে।
TENAA য়ে এই ফোনটি মডেল নম্বর XT1925-10য়ের সঙ্গে দেখা গেছে, আর ওয়েবসাইটে এই ফোনটির ব্যাটারি আর স্ক্রিন সাইজের বিষয়ে জানা গেছে। তবে এই ফোনটির বিষয়ে আরও কিছু লিক যদি সত্যি বলে ধরে নেওয়া হয় তবে এই ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে আসতে পারে, প্রথমটি 3GBর্যাম/32GB স্টোরেজ আর অন্যটি 4GBর্যাম/64GB স্টোরেজ। তবে হ্যাঁ সব জায়গাই এই দুটি ভেরিয়েন্টের মডেল পাওয়া যাবে না।
লিক থেকে জানা গেছে যে Moto G6 স্মার্টফোনটির ছবি দেখে জানা গেছে জে এই ফোনটিতে কার্ভড গ্লাস প্যানেল Moto X4য়ের মতন হবে আর এই ফোনটির ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে আসতে পারে। আগের লিক থেকে অনুমান করা হয়েছিল যে এই ফোনটির দাম $240 হবে কিন্তু এর পরিবর্তনও হতে পারে।
এই ফোনটি নিয়ে এর আগে পাওয়া লিক অনুসারে , Moto G6 2160 x 1080’র FHD+ রেজিলিউশান যুক্ত হতে পারে। আর এর সঙ্গে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও থাকার সম্ভবনাও আছে।